মুস্তাফিজের বাদ পড়া নিয়ে কী বললেন আশরাফুল?
আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার বিষয়টি দুঃখজনক বলে মনে করেন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ ক্রিকেটের এই কিংবদন্তি রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ। চলমান বিপিএলে মুস্তাফিজ খেলছেন আশরাফুলের রংপুরেই। আজ শনিবার (৩ জানুয়ারি) ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সিদ্ধান্ত নিয়েছে মুস্তাফিজকে খেলতে দেওয়া হবে না আসন্ন আইপিএলে।
এই প্রসঙ্গে এনটিভি অনলাইনকে আশরাফুল বলেন, ‘কী বলব ভাই, খুবই দুঃখজনক। আশা করি, দুই দেশের বোর্ড ও সরকার মিলে বিষয়টি নিয়ে একটা সিদ্ধান্তে আসবেন।’
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এই সিদ্ধান্তের পর ঝড় উঠেছে দেশের ক্রিকেটাঙ্গনে। আগামী ফেব্রুয়ারিতে ভারতে বসবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। মুস্তাফিজ ইস্যু ও বিশ্বকাপে বাংলাদেশের দল পাঠানো নিয়ে রাত ৯টায় জরুরি বৈঠক ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মুস্তাফিজ আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বোর্ডের নির্দেশনা মেনে মুস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তার ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স।
মুস্তাফিজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আসিফ মাহমুদ বলেন, ‘এরকম একটা উগ্র রাষ্ট্রকে কোনো প্রকার আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া উচিত না। সরকার ও বিসিবির যৌথ উদ্যোগে অপরাপর ক্রিকেট খেলুড়ে দেশের সাথে আলোচনার ভিত্তিতে ভারতকে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের অনুপযুক্ত হিসেবে ঘোষণা করা উচিত।’

স্পোর্টস ডেস্ক