বাইসাইকেল কিকে ৪০ বছর বয়সী রোনালদোর অবিশ্বাস্য গোল
পর্তুগিজ তারকা রোনালদো যেন বয়সকে থামিয়ে দিয়েছেন। ৪০ বছর বয়সে এসেও নিয়মিতভাবেই গোল ও অ্যাসিস্ট করে যাচ্ছেন। কিন্তু গতকাল (২৩ নভেম্বর) যা করলেন তা সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। সৌদি প্রো লিগে আল নাসের–আল খালিজ ম্যাচের শেষদিকে বাইসাইকেল কিকে অবিশ্বাস্য এক গোল করেন পর্তুগিজ মহাতারকা।
ঘরের মাঠে ম্যাচ তখন শেষ মুহূর্তের দিকে। যোগ করা সময়ে বক্সের ডান দিক থেকে নাওয়াফ বাওশাল ক্রস বাড়ালে দারুণ ভঙ্গিতে শরীর শূন্যে ভাসিয়ে বাইসাইকেল কিক নেন রোনালদো। প্রতিপক্ষের গোলরক্ষক বলে হাত ছোঁয়ালেও তা জালে জড়ানো ঠেকাতে পারেননি। এরপর ছুটে গিয়ে কর্নার ফ্ল্যাগের সামনে তার চিরচেনা উদযাপন। পুরো স্টেডিয়াম তখন উচ্ছ্বাসে ভরা।
রোনালদোর এ ধরনের গোল নতুন নয়, তবে ৪০ বছর বয়সে এমন নৈপুণ্য তার অসাধারণ ফিটনেসেরই প্রমাণ। গোলটি অনেকের মনেই মনে করিয়ে দিয়েছে জুভেন্টাসের হয়ে সাত বছর আগের সেই অনবদ্য বাইসাইকেল কিকের স্মৃতি।
সৌদি প্রো লিগে আল নাসের ম্যাচটি জিতেছে ৪–১ ব্যবধানে। রোনালদোর আগে গোল করেন জোয়াও ফেলিক্স, ওয়েসলি রিবেইরো ও সাদিও মানে।
এই গোলের পর সৌদি প্রো লিগে রোনালদোর গোলসংখ্যা হলো ৯ ম্যাচে ১০টি। ক্যারিয়ারের গোলসংখ্যা বেড়ে হয়েছে ৯৫৪। হাজার গোলের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন তিনি।
ম্যাচ শেষে রোনালদো তার এই গোলের ভিডিও পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্যাপশন তিনি ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘বেস্ট ক্যাপশন উইন’ অর্থাৎ ‘সেরা ক্যাপশনদাতাই জিতবে।’
সৌদি প্রো লিগে টানা নবম জয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল নাসের। ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল হিলাল।

স্পোর্টস ডেস্ক