২০২৬ বিশ্বকাপে কোন পর্বে মুখোমুখি হবেন মেসি-রোনালদো?
বর্তমান ফুটবল বিশ্বের দুই মহাতারকা আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি আর পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠে দুই জনের দেখা কালেভদ্রে হলেও মাঠের বাইরে দুজনকে নিয়ে লড়াই চলে সারা বছর। বিশ্বব্যাপী ছড়িয়ে-ছিটিয়ে থাকা দুই জনের সমর্থকরা আলোচনা উস্কে দেন প্রায়ই।
দুই তারকার লড়াই দেখতে মুখিয়ে ভক্তরা। মাঠে এবার মুখোমুখি দেখা মিলতে পারে তাদের। সেটিও বিশ্বকাপের মঞ্চে। শুক্রবার (৫ ডিসেম্বর) দিনগত রাতে যুক্তরাষ্ট্রের জন কেনেডি সেন্টারে অনুষ্ঠিত বিশ্বকাপ ড্র শেষে এমন সম্ভাবনাই তৈরি হয়েছে।
বিশ্বকাপ ড্রয়ে আর্জেন্টিনা ও পর্তুগাল দুই দলই ফিফা র্যাঙ্কিং বিবেচনায় ছিল পট-১ এ। যে কারণে গ্রুপ পর্বে তাদের জায়গা হয়েছে ভিন্ন ভিন্ন গ্রুপে। আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে আর আর পর্তুগাল আছে ‘কে’গ্রুপে। তাই গ্রুপ পর্বে তাদের দেখা হচ্ছে না।
দেখা হতে পারে কোয়ার্টার ফাইনালে, যদি দুদলই দুটি শর্ত পূরণ করতে পারে। প্রথমে দুই দলকেই গ্রুপ পর্ব পার করতে হবে গ্রুপের শীর্ষ দল হিসেবে। এরপর পেরিয়ে যেতে হবে রাউন্ড অব ৩২ ও রাউন্ড অব ১৬। এরপর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দুই দল।
গ্রুপ চ্যাম্পিয়ন না হলেও দেখা হতে পারে মেসি-রোনালদোর। তবে তখন আবার দুই দলকেই গ্রুপ পর্ব পার করতে হবে গ্রুপ রানার্সআপ হিসেবে। এরপর পার করতে হবে রাউন্ড অব ৩২ ও রাউন্ড অব ১৬। পরে কোয়ার্টারের মুখোমুখি হবে বিশ্ব ফুটবলের দুই মহাতারকা।
আর্জেন্টিনা-পর্তুগালের সেই লড়াই দেখার জন্য এখন অপেক্ষা করতে হবে সমর্থকদের। অপেক্ষা করতে হবে আর্জেন্টিনা-পর্তুগালের কোয়ার্টারের আগের ভালো পারফরম্যান্সের জন্য।
বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টায় শুরু হয় ড্র অনুষ্ঠান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড। তাকে সহযোগিতা করেন আন্তর্জাতিক অঙ্গনের সুপরিচিত সঞ্চালক সামান্থা জনসন।
আগামী বছরের জুনে যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে বিশ্বফুটবলের মহারণ বিশ্বকাপ। এর আগে আজ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ করার কথা রয়েছে ফিফার।

স্পোর্টস ডেস্ক