বিশ্বকাপের বর্তমান ট্রফির জন্ম হয়েছে যেভাবে
প্রায় এক শতকের ফুটবল বিশ্বকাপের এই ট্রফি নিয়ে আছে নানা ইতিহাস। তিনবার পরিবর্তন হয়ে আজকের ‘বিশ্বকাপ ট্রফি’ নাম ধারণ করেছে। ঘটনাচক্রেই জন্ম হয়েছে বর্তমান ট্রফির। বর্তমান ট্রফিটির যাত্রা শুরু হয় ১৯৭৪ সালে। ১৯৭০ সালে ব্রাজিল তিনবার বিশ্বকাপ জিতে ট্রফি নিজেদের করে নিলে নতুন ট্রফির প্রয়োজন পড়ে। তখন ৫৩টি দেশের নকশা থেকে ইতালিয়ান শিল্পী সিলভিও গাজানিগার করা নকশাটি চূড়ান্ত করে ফিফা। ইতালির মিলান শহরের 'জিডিই বার্তোনি' নামক কারখানায় এটি তৈরি করা হয়।
ট্রফিটি ১৮ ক্যারেট (৭৫%) নিরেট সোনা দিয়ে তৈরি। এর উচ্চতা ৩৬.৮ সেন্টিমিটার (১৪.৫ ইঞ্চি) এবং ওজন ৬ কেজি ১৭৫ গ্রাম। বর্তমানে এই সোনালি ট্রফির মূল্য প্রায় ২০ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২০ কোটি টাকারও বেশি। ট্রফিটির নিচে রাখা আছে দুই স্তর বিশিষ্ট দামি সবুজ ম্যালাকাইট পাথর।
সিলভিও গাজানিগার মৃত্যুর পর এখন তার ছেলে জর্জিও গাজানিগা এই লিগ্যাসি ধরে রেখেছেন। তাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ‘বার্তোনি ম্যানুফ্যাকচারিং কোম্পানি’ আজও ট্রফিটির যত্ন ও রক্ষণাবেক্ষণ করে। ট্রফির নিচে যখনই নতুন চ্যাম্পিয়ন দেশের নাম লিখতে হয় বা কোনো মেরামতের প্রয়োজন পড়ে, তখনই এটি পাঠিয়ে দেওয়া হয় ইতালির এই কারখানায়।
১৯৩০ সালে প্রথমবার অনুষ্ঠিত হয় ফুটবল বিশ্বকাপ। প্রথম আসরে শিরোপা উৎসব করে উরুগুয়ে। সেই ট্রফির নাম ছিল ‘ভিক্টোরি।’ পরবর্তী তিন আসরেও দেওয়া হয় এই ট্রফি।
এরপর ১৯৪৬ সালে এসে বদলে যায় ট্রফির নাম। ফিফার তৎকালীন সভাপতি, যিনি বিশ্বকাপ শুরু করার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছিলেন সেই জুলে রিমের নামে নামকরণ করা হয় ট্রফির। নতুন নাম দেওয়া হয় ‘জুলে রিমে ট্রফি।’
এই ট্রফিটির নকশা করেন ফরাসি ভাস্কর আবেল লাফ্লেয়ার। জুলে রিমে ছিল গ্রিক বিজয়ের দেবী ‘নাইকি’র একটি স্বর্ণমূর্তি। ১৯৭০ সাল পর্যন্ত দেওয়া হয় এই ট্রফি।

স্পোর্টস ডেস্ক