স্বপ্ন দেখতে নেই মানা!
ফুটবল বিশ্বকাপের ট্রফি এসেছে বাংলাদেশে। আজ বুধবার (১৪ জানুয়ারি) একদিনের জন্য ঢাকা সফর করেছে ট্রফিটি। ফিফা ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে আসে সোনালি এই গোলক। সেটি দেখতে ভক্তদের ভিড় জমে রাজধানী হোটেল রেডিসন ব্লুতে। উন্মাদনা দেখে কে বলবে, বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলে না।
কিন্তু, স্বপ্ন দেখতে দোষ কিসে! স্বপ্নের বিশ্বকাপ ট্রফিকে সামনে থেকে দেখে ভক্তরাও স্বপ্ন দেখছে, একদিন লাল-সবুজের পতাকা উড়বে বিশ্বমঞ্চে। হামজা চৌধুরীর মতো ফুটবলার যে স্বপ্নের পালে দিচ্ছেন জোর হাওয়া।
এক ভক্ত বলেন— ‘আমরা যদি চেষ্টা করি, আমাদের সুযোগ আছে। আমাদের হামজা চৌধুরীর মতো ভালো প্লেয়ার যেহেতু আছে, আমারা যদি ট্রাই করি বিশ্বকাপ খেলতে পারব। বিশ্বকাপ ট্রফিটা বাংলাদেশে এসেছে, আমার মনে হয় এটা আমাদের দেশের ফুটবলপ্রেমী ও খেলায়াড়দের অনুপ্রাণিত করবে।’
আরেক সমর্থক বলেন, ‘সবসময়ই আশা করি, বাংলাদেশ একদিন নিশ্চয়ই বিশ্বকাপ জিতবে। হয়তো আমরা দেখব কি না জানি না। কিন্তু, আমি সবসময় এটাই আশা করি।’
এক ক্ষুদে ভক্তের প্রত্যাশা বাংলাদেশ বিশ্বকাপ খেলুক।
গত বছর থেকে বদলে গেছে দেশের ফুটবলের চিত্র। বাংলাদেশের ফুটবল প্রমীদের স্বপ্ন সারথী হয়ে এসেছেন হামজা চৌধুরী-শমিত সোম-ফাহমিদুল ইসলামরা। তাদের আগমনে দেশের ফুটবল নিয়ে বাংলার মানুষ নতুন করে স্বপ্ন বুনন করতে শুরু করেছে।

ক্রীড়া প্রতিবেদক