ট্রাম্পের কারণে বয়কটের সুর উঠছে ফুটবল বিশ্বকাপেও
গ্রিনল্যান্ড ইস্যুতে বেশ উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি। তার ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়তি শুল্ক চাপিয়ে দেওয়া নিয়ে ইউরোপীয় অঞ্চলগুলো বেশ নাখোশ। সবমিলিয়ে, শোনা যাচ্ছে শঙ্কার কথা। পরিস্থিতি এভাবে চলতে থাকলে আসন্ন ফুটবল বিশ্বকাপ ২০২৬ বয়কট করার কথা ভাবছে ইংল্যান্ড ও স্কটল্যান্ড। খবর জিবি নিউজের।
ব্রিটিশ গণমাধ্যম জিবি নিউজ তাদের প্রতিবেদনে লিখেছে, ইংল্যান্ড ও স্কটল্যান্ডকে এই বছর জুনে মূল আয়োজক দেশ যুক্তরাষ্ট্রসহ কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে দেশ দুটির বিভিন্ন রাজনৈতিক মহল থেকে। এমনকি এ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতিও আহ্বান জানানো হয়েছে।
শুধু ইংল্যান্ড ও স্কটল্যান্ড নয়, জার্মানিও আছে এই তালিকায়। জার্মান ক্রীড়াবিষয়ক প্রতিমন্ত্রী ক্রিস্টিয়ানে শেন্ডারলাইন অবশ্য বল ঠেলে দিয়েছে ফেডারেশনের দিকে। এএফপিকে পাঠানো এক বিবৃতিতে তিনি জানান, বড় ক্রীড়া আসরে অংশ নেওয়া বা বয়কটের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থার এখতিয়ার। রাজনীতিকদের নয়। এ ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) ও ফিফা।
বিশ্বকাপ বয়কটের এই আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে। তবে, বেপরোয়া ট্রাম্পে যেভাবে কাউকে তোয়াক্কা না করে ছুটছেন, তাতে শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। বয়কটের তালিকায় সম্ভাব্য নামগুলোও বেশ ভারী— ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য।

স্পোর্টস ডেস্ক