নেপালে চলছে বাংলাদেশের অপ্রতিরোধ্য জয়যাত্রা
বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের দাপট বজায় রেখে টানা চতুর্থ জয় তুলে নিল বাংলাদেশ নারী দল। সুপার সিক্স আগেই নিশ্চিত ছিল, এবার আয়ারল্যান্ডকেও হারিয়ে গ্রুপ পর্বের সবক’টি ম্যাচ জিতে অপ্রতিরোধ্য থেকেই গ্রুপ পর্ব শেষ করল টাইগ্রেসরা। শারমিন আক্তার-সোবহানা মোস্তারির ব্যাটিংয়ের পর বোলারদের নৈপুণ্যে ৯ রানের জয় পেয়েছে বাংলাদেশ।
আজ শনিবার (২৪ জানুয়ারি) নেপালের মুলপানিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলতে পেরেছে আয়ারল্যান্ড।
টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। শুরু ধাক্কা সামাল দিয়ে দ্বিতীয় উইকেটে ৭০ রানের জুটি গড়েন শারমিন আক্তার সুপ্তা আর দিলারা আক্তার। দিলারা ২৭ বলে ৩৫ রান করে ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন শারমিন। ৪৫ বলে ৫২ রানের ইনিংস খেলে দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন তিনি।
মাঝপথে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (১৩) দ্রুত ফিরলে কিছুটা চাপে পড়ে দল। তবে শেষদিকে সোবহানা মোস্তারি ঝোড়ো ব্যাটিংয়ে সেই চাপ কাটিয়ে ওঠে বাংলাদেশ। মাত্র ১৬ বলে এক চার ও ৩ ছক্কায় ৩০ রানের ইনিংস খেলে দলকে দেড়শ পার করান তিনি।
আয়ারল্যান্ডের হয়ে জেন মাগুইরে ও আরলেন কেলি দুটি করে উইকেট নেন।
১৫৪ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে আয়ারল্যান্ডের শুরুটা ছিল দুর্দান্ত। ওপেনিং জুটিতেই তারা ৫৩ রান তুলে ফেলে। তবে ১০ ওভারে বিনা উইকেটে ৬৮ রান করা আইরিশদের লাগাম টেনে ধরেন বাংলাদেশের বোলাররা।
১১তম ওভারে স্বর্ণা আক্তার জোড়া আঘাত হেনে বাংলাদেশকে ম্যাচে ফেরান। এরপর নাহিদা আক্তার ও রিতু মনি রানের গতি আটকে দিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলেন।
আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস এক প্রান্ত আগলে রেখে ৭৩ রান করলেও জয় পর্যন্ত যেতে পারেননি। ১৯তম ওভারে তাকে ফিরিয়ে আয়ারল্যান্ডের জয়ের আশা শেষ করে দেন রাবেয়া খান।
শেষ ওভারে জয়ের জন্য ২০ রান প্রয়োজন হলেও মারুফা আক্তার মাত্র ১০ রান দেন। ফলে ৪ উইকেটে ১৪৪ রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস।
টানা চার ম্যাচে জয় নিয়ে গ্রুপ সেরা হয়েই এখন সুপার সিক্সের লড়াইয়ে নামবে বাংলাদেশ। ম্যাচসেরা হয়েছেন শারমিন আক্তার।

স্পোর্টস ডেস্ক