স্থগিত হওয়া ভারত সিরিজ নিয়ে যা জানা গেল
চলতি বছরের ডিসেম্বরের ভারত সফর করার কথা ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল দুদলের। শেষ মুহূর্তে ভারতীয় সরকারের অনুমোদন না পাওয়ায় সিরিজটি স্থগিত হয়ে গিয়েছে।
কারণ জানা না গেলেও ধারণা করা যায়, সাম্প্রতিক রাজনৈতিক বৈরিতা ও নিরাপত্তা ইস্যুই এখানে বড় হয়ে দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে বিসিসিআই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ইমেইলের মাধ্যমে নিশ্চিত করেছে।
স্থগিত হলেও বাতিল হয়নি সিরিজটি। বিসিসিআই জানিয়েছে, স্থগিত হওয়া সিরিজটি একটি ফাঁকা সময়ে মাঠে গড়াবে। জানা গেছে,সিরিজটি মাঠে গড়াতে পারে ২০২৮ সালের ফেব্রুয়ারির দিকে। যদিও, একেবারে নিশ্চিত করে এখনই কিছু বলা যাচ্ছে না।
২০২৬ সালে বাংলাদেশ দলের আন্তর্জাতিক সূচি খুবই ব্যস্ত থাকবে এবং একইভাবে ২০২৭ সালেও ভারতীয় নারী দল ব্যস্ত সময় কাটাবে। আইসিসি অবশ্য এই সিরিজটি আয়োজনের জন্য এফটিপি সময়সীমা ২০২৯ সাল পর্যন্ত রেখেছে। ফলে ২০২৮ সালের ফেব্রুয়ারি-মার্চে উভয় দলের সূচিতে ফাঁকা সময় থাকায় সেই সময়ে সিরিজটি অনুষ্ঠিত হওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছে। সেটি হলেও অপেক্ষা করতে হবে দুই বছরের বেশি সময়।
চলতি বছর বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারত পুরুষ দলের। তবে সেই সিরিজও স্থগিত করা হয়েছে। পিছিয়ে দিয়ে আগামী ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে নিয়ে যাওয়া হয়েছে সিরিজ।
গত বছর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল ভারতীয় নারী দল। ২০২৩ সালে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল দুদল।

স্পোর্টস ডেস্ক