স্বর্ণার ঝড়ে দ্বিতীয় জয় বাংলাদেশের
ব্যাট হাতে স্বর্ণা আক্তারের ওই ইনিংসে ঝড়, টর্ণেডোসহ আরও অনেক বিশেষণ দেওয়া যায়। দিলারা আক্তার-সোবহানা মোস্তারিও বেশ ভালোই করলেন। বোলাররা এতো ভালো না করতে পারলেও পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) নেপালের মুলপানিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান তুলেছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৩৯ রান তুলতে পেরেছে পাপুয়া নিউগিনির মেয়েরা। বাংলাদেশ জয় পেয়েছে ২১ রানে।
রান তাড়ায় দারুণ শুরু করেছিল পাপুয়া নিউগিনি। প্রথম তিন ওভারে ৩২ রান তুলে নেয় তারা। তবে দ্রুতই নিজেদের গুছিয়ে নিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। এরপর ২ রানের মাঝে তুলে নেয় দুই উইকেট। ফেরায় দুই ওপেনার কনিয়া ওয়ালা (৮ বলে ১২) আর হোল্লান ডরিগোকে (১৩ বলে ২১)। তৃতীয় উইকেট জুটিতে ৬৮ রান তুলে বাংলাদেশকে চোখ রাঙানি দেন বেন্ড্রা তাও আর শিবোনা জেমি। ৩২ বলে ৩৫ রান করা তাওকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন সোবহানা মুস্তারি। এরপর আর বাংলাদেশের সামনে দাঁড়াতে পারেনি পাপুয়া নিউগিনির ব্যাটাররা। দ্রুতই ফিরে যানেউইকেট আঁকরে ধরে থাকা আরেক ব্যাটার জিমিও। ৩০ বলে ২৮ রান আসে তার ব্যাট থেকে।
টস হেরে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার দিলারা আক্তার আর জুয়ায়রিয়া ফেরদৌস। ১১ বলে ১৭ রানের ইনিংস খেলে জুয়ায়রিয়া ফিরলে ভাঙে ৪৯ রানের জুটি। এরপর কিছুটা মন্থর হয়ে যায় বাংলাদেশের রানের গতি। কিছুটা ধরিগতির ব্যাটিং করেন তিনে নামা শারমিন আক্তার সুপ্তা। দিলারা অবশ্য তার স্বাভাবিক ব্যাটিংই করেন। ২৯ বলে ৩৫ রান করে ফেরেন তিনি। পরে দ্রুতই আরও দুই উইকেট হারায় বাংলাদেশ।
দুর্ভাগ্যের রান আউটে কাটা পড়েন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (৬ বলে ৬)। শারমিন আক্তারও এরপর আর বেশি সময় টিকতে পারেননি। ২৪ বলে ৩৪ রান করে বিদায় নেন তিনিG উইকেটে নেমে ঝড় তুলেন সোহবানা মোস্তারি আর স্বর্ণা আক্তার। শেষদিকে দ্রুত ৬২ রানের জুটি গড়েন তারা। এতে ১৭০ ছুঁইছুঁই পুঁজি পায় বাংলাদেশ।
ইনিংসের ২ বল বাকি থাকতে ১৪ বলে ৩৭ রান করে ফিরে যান স্বর্ণা। এক চার ৪ ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। মোস্তারি অপরাজিত থেকে মাঠ ছাড়েন ২৪ বলে ৩৪ রান করে।

স্পোর্টস ডেস্ক