ফিফাকে ‘বিশ্বাসঘাতক’ বলল ভক্তরা
আসন্ন ফুটবল বিশ্বকাপের টিকিটমূল্য প্রকাশ করেছে ফিফা। এরপর থেকে শুরু হয়েছে সমালোচনার ঝড়। টিকিটের আকাশচুম্বী মূল্য দেখে ফিফাকে বিশ্বাসঘাতক বলেও আখ্যা দিচ্ছেন ফুটবলভক্তরা। যা নিয়ে রীতিমতো ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক প্রকাশিত ২০২৬ বিশ্বকাপের টিকিটের মূল্য তালিকায় দেখা গেছে, গ্রুপ পর্বে বিভিন্ন ম্যাচের টিকিটের দাম ১৮০ (প্রায় ২১ হাজার ৯৫৫ টাকা)থেকে ৭০০ ডলারের (প্রায় ৮৫ হাজার ৩৮৪ টাকা) মধ্যে। বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে সস্তা টিকিটের দাম ৪ হাজার ১৮৫ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা)। সবচেয়ে দামি টিকিটের মূল্য ৮ হাজার ৬৮০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ লাখ ৫৮ হাজার ৭৬৪ টাকা)।
বিবিসি স্পোর্টসের দেওয়া তথ্যমতে, ফাইনালের টিকিটের দাম তিন স্তরে ভাগ করা হয়েছে— ‘সাপোর্টার ভ্যালু টায়ার’ (৪ হাজার ১৮৫ ডলার), ‘সাপোর্টার স্ট্যান্ডার্ড টায়ার’ (৫ হাজার ৫৬০ ডলার) এবং ‘সাপোর্টার প্রিমিয়ার টায়ার’ (৮ হাজার ৬৮০ ডলার)।
এমন চড়া মূল্যের পর ফিফাকে বিশ্বাসঘাতক বলছে একদল সমর্থগোষ্ঠী। ফুটবল সাপোর্টার্স ইউরোপ নামের সমর্থকগোষ্ঠী এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বকাপের ঐতিহ্যের সঙ্গে এটি মারাত্মক বিশ্বাসঘাতকতা। এমনটি (চড়া মূল্য নির্ধারণ) করার মধ্য দিয়ে ফিফা সমর্থকদের অবদানকে এড়িয়ে যাচ্ছে।’
ফিফা গত সেপ্টেম্বরে জানিয়েছিল, তাদের ওয়েবসাইটে প্রকাশিত টিকিটের দাম শুরুতে গ্রুপ পর্বে ম্যাচের জন্য ৬০ ডলার থেকে ফাইনালে ৬ হাজার ৭৩০ ডলার পর্যন্ত হবে। তবে বিশ্বকাপে প্রথমবারের মতো ডায়নামিক প্রাইসিং প্রবর্তনের কারণে মূল্য পরিবর্তন হতে পারে।
চারটি ক্যাটাগরিতে পাওয়া যাবে বিশ্বকাপের টিকিট। সেরা আসনগুলো ক্যাটাগরি ওয়ানে। যদিও জার্মান ফুটবল ফেডারেশন টিকিটের প্রকাশিত তালিকায় ক্যাটাগরি আছে তিনটি।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপের ২৩তম আসর। ১৯ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের। এবারই প্রথম অংশ নিচ্ছে ৪৮টি দল।

স্পোর্টস ডেস্ক