বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের আশা শেষ, কোন দল যাচ্ছে ভারতে
দীর্ঘ আলোচনা শেষে বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরপরও শেষ আশা হিসেবে আইসিসির ডিসপিউট রেজোলিউশন কমিটি বা ডিআরসিতে চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু সেটিও বাতিল হয়ে গেছে। ফলে বাংলাদেশের পরিবর্তে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে। খবর ক্রিকবাজের।
আজ শনিবার (২৪ জানুয়ারি) ভারতের ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডকে আজ শনিবার সকালে চিঠি লিখেছে আইসিসির সিইও সঞ্জোগ গুপ্তা।
ক্রিকবাজের প্রতিবেদনে আরও বলা হয়, একইসঙ্গে আইসিসির সব বোর্ড সদস্যের কাছেও চিঠি লেখেন সিইও সঞ্জোগ গুপ্তা। এতে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির সিদ্ধান্ত মেনে চলছে না। ফলে এখন বাংলাদেশের পরিবর্তে অন্য কোনো দেশকে আমন্ত্রণ জানানো ছাড়া আর উপায় নেই।
এর আগে বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুর সমাধান করতে গত বুধবার (২১ জানুয়ারি) জরুরি বোর্ড সভা ডেকেছিল আইসিসি। ভারতের ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর তথ্যমতে, সভায় ভোটাভুটিতে ১৪-২ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ফলে বাংলাদেশের ভারতে গিয়ে খেলার কোনো বিকল্প নেই বলে জানায় আইসিসি।
ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে বলা হয়, আইসিসির এই সিদ্ধান্ত বদলাতে আইসিসির ডিসপিউট রেজোলিউশন কমিটি বা ডিআরসিতে চিঠি দিয়েছিল বাংলাদেশ। তবে নিজেদের নিয়মের ১.৩ ধারা অনুযায়ী, বাংলাদেশের আবেদন খারিজ করে দিয়েছে তারা।
ডিআরসির ১.৩ ধারায় বলা হয়, আইসিসি কিংবা এর অনুমোদিত কোনো কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগ হিসেবে কাজের এখতিয়ার নেই ডিআরসির।

স্পোর্টস ডেস্ক