জন্মদিনে রোনালদোর রেকর্ড ছুঁলেন এমবাপ্পে, জয়ে ফিরল রিয়াল
জন্মদিনটা এর চেয়ে রঙিন হতে পারতো না কিলিয়ান এমবাপ্পের জন্য। নিজের বিশেষ দিনে রিয়াল মাদ্রিদের জার্সিতে মাঠে নামলেন, গোল করলেন, দলকে জেতালেন এবং সবশেষে নিজের ছোটবেলার নায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড স্পর্শ করলেন। সব মিলিয়ে স্বপ্নের মতোই কাটলো ফরাসি ফরোয়ার্ডের ২৭তম জন্মদিন।
এমবাপ্পের এমন পারফরম্যান্সের সুবাদে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সেভিয়ার বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কিছুটা কমাল লস ব্লাঙ্কোরা। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ৪২ আর এক ম্যাচ কম খেলা বার্সার পয়েন্ট ৪৩।
ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে চলতি লিগে নিজের ১৮তম গোলটি করেন এমবাপ্পে। গোল করার পর গ্যালারি মাতালেন রোনালদোর সেই আইকনিক ‘সিইইউ’ উদযাপনে। ২০১৩ সালে এক পঞ্জিকাবর্ষে রিয়ালের হয়ে ৫৯ গোল করেছিলেন পর্তুগিজ সুপারস্টার। সেভিয়ার বিপক্ষে গোল করে সেই রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে।
ম্যাচ শেষে নিজের অনুভূতি জানিয়ে এমবাপ্পে বলেন, ‘এটা বিশেষ দিন। আমার জন্মদিন আজ, ছোটবেলা থেকে আমি বলেছি, আমার জন্মদিনে একটা পেশাদার ম্যাচ খেলার স্বপ্ন, আর সেটা আমার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে। আমরা জিতলাম, এটা খুব গুরুত্বপূর্ণ, গোলটাও। আর রেকর্ড অবিশ্বাস্য।’
নিজের আইডল রোনালদোকে নিয়ে এমবাপ্পে বলেন, ‘আমার আইডল, রিয়াল মাদ্রিদ ইতিহাসের সেরা খেলোয়াড়ের মতো এটা করতে পেরেছি। আমার উদযাপনের সময় আমি তাকে চোখ টিপে ইশারা করেছিলাম, সে আমার প্রতি সবসময় আন্তরিক। রিয়াল মাদ্রিদে কীভাবে খাপ খাওয়াতে হবে, সেই ব্যাপারে আমাকে বলেছেন। রিয়াল মাদ্রিদের হয়ে গোল করতে পেরে আমি খুব খুশি।’
রোনালদোর ‘সিইইউ’ সেলিব্রেশন নিয়ে বিশ্বকাপজয়ী রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপ্পে বলেন, ‘এটা ছিল তার জন্য। আমি সাধারণত নিজের মতো করে উদযাপন করি। কিন্তু আজ এটা তার সঙ্গে ভাগ করতে চেয়েছিলাম। আমার শৈশবে তিনি আইডল ছিলেন। তার সঙ্গে খুব ভালো সম্পর্ক এবং সে এখন আমার বন্ধু।’
২০২৪ সালের গ্রীষ্মে পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দেওয়া এই ফরাসি তারকা চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯টি গোল করেছেন। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে বায়ার্ন মিউনিখের হ্যারি কেনের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা এখন তিনি।
এমবাপের এমন পারফরম্যান্সে মুগ্ধ রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো। তিনি বলেন, ‘আমি তাকে অভিনন্দন জানিয়েছি এবং ২০২৬ সালটা যেন এমন দারুণভাবে শুরু করতে পারেন, সেই উৎসাহ দিয়েছি।’

স্পোর্টস ডেস্ক