দুঃসংবাদ পেলেন এমবাপ্পে

ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আজারবাইজানের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সও জয় দিয়ে ম্যাচ শেষ করেছিল। কিন্তু এর পরই দুঃসংবাদ শুনতে হলো তাদের। চোটের কারণে ছিটকে গেছেন অধিনায়ক এমবাপ্পে।
আজ শনিবার (১১ অক্টোবর) এক বিবৃতিতে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) এমবাপ্পের চোটের কথা জানিয়েছে। গোড়ালির চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে সোমবার আইসল্যান্ডের বিপক্ষে খেলা হচ্ছে না তার। তবে এ ম্যাচের জন্য রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের জায়গায় কাউকে ডাকা হবে না।
প্যারিসে শুক্রবার বিশ্বকাপ বাছাইয়ে আজারবাইজানের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে ফ্রান্স। দলকে লিড দেন এমবাপ্পে। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে চোখ ধাধানো গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড। পরে দলের দ্বিতীয় গোলেও অবদান রাখেন তিনি।
ম্যাচের পরে এমবাপ্পের চোট নিয়ে ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম জানিয়েছিলেন, আগের চোটের জায়গাতেই আবার আঘাত পেয়েছেন এমবাপ্পে। তাতে আইসল্যান্ডের বিপক্ষে তার খেলা নিয়ে সংশয় আছে।
চলতি মৌসুমে অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন এমবাপ্পে। এই নিয়ে টানা ১০ ম্যাচে গোলের দেখা পেলেন তিনি। ক্লাব ও দেশের হয়ে ১৫ ম্যাচে ১৭ গোল করলেন তিনি। এই ১৫ ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে গোল পাননি তিনি।
অন্যদিকে, বিশ্বকাপ বাছাইয়ে তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে ফ্রান্স। ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ইউক্রেন।