ফুটবল বিশ্বকাপ ড্র
‘গ্রুপ অব ডেথে’ এমবাপে-হলান্ড-মানের লড়াই
জমকালো আয়োজনে প্রায় দুই ঘণ্টা চলল বিশ্বকাপের ড্র। শুক্রবার (৫ ডিসেম্বর) দিনগত রাতে যুক্তরাষ্ট্রের জন কেনেডি সেন্টারে নির্ধারিত হলো ৪৮টি দলের ভাগ্য। কার বিপক্ষে কে লড়াই করবে? সেই প্রশ্নের সমাপ্তিও হলো। ড্র শেষে এখন ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনা- কারা পেল তুলনামূলক সহজ প্রতিপক্ষ আর কারা পেল কঠিন প্রতিপক্ষ?
প্রথমবারের মতো এবার ৪৮টি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। এই দলগুলোকে ভাগ করা হয়েছে ১২টি গ্রুপে। প্রতিটি গ্রুপে আছে চারটি করে দল। ড্র শেষে ১২ গ্রুপের দিকে তাকালে দেখা যাবে এবার ‘গ্রুপ অব ডেথ’ বলতে আসলে তেমন কিছু নেই। তবে তুলনামূলক কঠিন প্রতিপক্ষ পেয়েছে গ্রুপ ‘আই’ আর ‘এল’।
সাম্প্রতিক ফর্ম বিবেচনায় সবচেয়ে কঠিন গ্রুপ বলা যায় ‘আই’ গ্রুপকে। এই গ্রুপের চারটি দল হলো- ফ্রান্স, নরওয়ে, সেনেগাল আর ফিফা প্লে-অফ-২ থেকে আসা দল। এখানে ইরাক, বলিভিয়া বা সুরিনাম—এই তিনটি দেশের মধ্যে যে কোনো একটি আসবে।
এই গ্রুপে দেখা যাবে ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে, নরওয়ের তারকা আর্লিং হলান্ড আর সেনেগালের তারকা সাদিও মানের লড়াই। যেটি ফুটবলপ্রেমীদের বেশ উপভোগ্য সময়ই দেবে।
ফ্রান্স বিশ্বের অন্যতম সেরা দল। ২০১৮ সালে শিরোপা জয়ের পর ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনালও খেলেছে তারা। দিদিয়ের দেশমের দলে আছেন কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, জুলস কুন্দে, ইব্রাহীমা কন্তেদের মতো বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়রা।
তবে ২৮ বছর পর বিশ্বকাপে জায়গা করে নেওয়া নরওয়ে আছে সেরা ছন্দে। সর্বশেষ খেলা ১০টি ম্যাচের মধ্যে ৯টিতেই জয় পেয়েছে তারা। সর্বশেষ ম্যাচে তারা ইতালির স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। দলটিতে আর্লিং হলান্ড, অস্কার বব, শরলথ, মার্টিন ওডেগোর ও সান্দের বার্গদের মতো খেলোয়াড়ও রয়েছেন।
অন্যদিকে, আফ্রিকা অঞ্চলের বাছাইয়ে গ্রুপ ‘বি’-এর চ্যাম্পিয়ন হয়ে সরাসরি কোয়ালিফাই করেছে সেনেগাল। আল নাসরের সাদিও মানে, বায়ার্ন মিউনিখের নিকোলাস জ্যাকসন এবং ক্রিস্টাল প্যালেসের ইসমাইলা সার যে কোনো দলের জন্য বিপজ্জনক।
গ্রুপ আই : ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২ (ইরাক/ বলিভিয়া অথবা) সুরিনাম)

স্পোর্টস ডেস্ক