নোয়াখালী দলের সঙ্গে যুক্ত হলেন অভিনেতা পলাশ
বিপিএলের নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস। তাদের দল পাওয়াই ছিল বড় চমক, সেই শুরু এরপর দল গঠনেও দিয়েছে চমক। নিলামের আগে-পরে মিলিয়ে এখন পর্যন্ত বেশ শক্তিশালী দলই গঠন করেছে তারা।
মাঠের পারফরম্যান্সের সঙ্গে বাইরের পারফরম্যান্স নিয়েও চিন্তা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। দর্শকদের সঙ্গে সম্পর্ক বাড়াতে এবার নতুন চমক নিয়ে হাজির হয়েছে দলটি। নোয়াখালীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশকে।
পলাশেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার ঘোষণা দিয়ে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসে নোয়াখালী এক্সপ্রেস লিখেছে, ‘ওরে রোকেয়ারে তুই কোনাই? আইতো নোয়াখালী এক্সপ্রেসে করি বিপিএলে চলি আইছি!’
জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টে ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন পলাশ। ধারাবাহিকটিতে কাবিলাকে দেখানো হয়েছে নোয়াখালীর এক চেয়ারম্যানের ছেলে হিসেবে।
এর আগে দল গঠনেও চমক দিয়েছে নোয়াখালী। মালিকানা পেয়েই দেশি ক্রিকেটারদের মধ্যে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে ওপেনার সৌম্য সরকার ও পেসার হাসান মাহমুদকে। বিদেশি কোটায় দলে ভিড়িয়েছে শ্রীলঙ্কার ওপেনার কুশল মেন্ডিসকে।
এরপর একে একে ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ওপেনার জনসন চার্লস, আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীকে দলে ভিড়িয়েছে তারা। আলোচনায় আছে নিউজিল্যান্ডের তারকা জেমি নিশামের নামও।
নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড
সরাসরি চুক্তি : সৌম্য সরকার, হাসান মাহমুদ, জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ) ও কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা), মোহাম্মদ নবী (আফগানিস্তান)।
নিলাম থেকে দেশি : মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, হাবিবুর রহমান সোহান, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ আবু হাসিম, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন ও রহমতুল্লাহ আলী।
নিলাম থেকে বিদেশি : ইহসানুল্লাহ খান (আফগানিস্তান), হায়দার আলী (পাকিস্তান)।

স্পোর্টস ডেস্ক