এবার আফগান অলরাউন্ডারকে দলে ভেড়াল সিলেট টাইটান্স
উৎসবমুখর বিপিএলে নিলামে সবগুলো দলই মোটামুটি ব্যালেন্স একটা দল গঠন করেছে। এখন চলছে ফাকফোঁকর খুঁজে বের করে শক্তি বাড়ানো। সেই পরিকল্পনায় ভালোভাবেই এগিয়ে যাচ্ছে নতুন নাম আর মালিকানায় আসা সিলেট টাইটান্স।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এবার নতুন এক তারকাকে দলে ভেড়ানোর কথা জানাল সিলেট। আফগানিস্তানের পেস বোলিং অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাইকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে দলটি।
টি-টোয়েন্টি ক্রিকেটে বেশ পরিচিত মুখ আফগান এই অলরাউন্ডার। বিশ্বের বিভিন্ন লিগে ডাক পড়ে তার। তার কাজ মূলত বোলিং হলেও ব্যাটহাতে দ্রুত গতিতে দলের রান বাড়িয়ে দিতেও বেশ সিদ্ধহস্ত এই আফগান তারকা।
নতুন আসরে শিরোপায় চোখ করছে সিলেট। বেশ পরিকল্পনা করেই দল গোছাচ্ছে তারা। এর আগে গতকাল পাকিস্তানের পেসার সালমান ইরশাদকে দলে ভেড়ানোর কথা বলেছিল সিলেট।
নিলামের আগে সরাসরি চুক্তিতে দুই পাকিস্তানি খেলোয়াড় মোহাম্মদ আমির ও সাইম আইয়ুবকে দলে ভিড়িয়েছিল সিলেট। পরবর্তীতে নিলাম থেকে শ্রীলঙ্কান অরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস ও যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোন্সকে দলে ভিড়িয়েছে সিলেট।
সিলেট টাইটান্সের স্কোয়াড
সরাসরি চুক্তি : মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির (পাকিস্তান) ও সাইম আইয়ুব (পাকিস্তান), সালমান ইরশাদ (পাকিস্তান)।
নিলাম থেকে দেশি : পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, মুমিনুল হক, রনি তালুকদার, জাকির হাসান, রুয়েল মিয়া, আরিফুল ইসলাম, ইবাদত হোসেন, শহিদুল ইসলাম, রাহাতুল ফেরদৌস জাবেদ ও তৌফিক খান তুষার।
নিলাম থেকে বিদেশি : অ্যাঞ্জেলো ম্যাথুস (শ্রীলঙ্কা) ও অ্যারন জোন্স (ইউএসএ)।

স্পোর্টস ডেস্ক