ছাদখোলা বাসে রাজশাহী ওয়ারিয়র্সের বিজয়যাত্রা
বিপিএল শিরোপা জয়ের গৌরব নিয়ে বীরের বেশে নিজ শহরে ফিরেছে রাজশাহী ওয়ারিয়র্স। ঐতিহাসিক এই সাফল্য উদযাপন করতে আজ সোমবার (২৬ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উৎসবের নগরীতে পরিণত হয় পুরো রাজশাহী। ছাদখোলা বাসে শহর প্রদক্ষিণের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয়েছে এক রাজকীয় গণসংবর্ধনা।
সকাল সাড়ে ১০টায় হযরত শাহ মখদুম (র.) বিমানবন্দরে বিপিএল ট্রফি হাতে পৌঁছান রাজশাহী ওয়ারিয়র্সের ক্রিকেটাররা। সেখানে আগে থেকেই প্রস্তুত ছিল একটি বিশেষ ছাদখোলা বাস। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমসহ দলের সদস্যরা বাসে ওঠার পরপরই শুরু হয় বর্ণাঢ্য বিজয়যাত্রা। পুলিশের নিরাপত্তা বেষ্টনীতে বিমানবন্দর সড়ক থেকে শুরু হওয়া এই বহরে যুক্ত হন হাজারো ক্রিকেটপ্রেমী। সমর্থকদের হাতে থাকা ‘গর্বের রাজশাহী’, ‘কাপ আইসিছে বাড়িতে’ এবং ‘চ্যাম্পিয়ন ওয়ারিয়র্স’ লেখা প্ল্যাকার্ড ও ব্যানার পুরো আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে।
বিজয় মিছিলটি আমচত্বর ও রুয়েট ফ্লাইওভার হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী প্যারিস রোডে পৌঁছালে শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে ক্রিকেটারদের বরণ করে নেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেক শিক্ষার্থী নিজেদের শার্ট ও সোয়েটার ছুড়ে দিলে ক্রিকেটাররা তাতে অটোগ্রাফ দিয়ে পুনরায় ফিরিয়ে দেন। বাদ্যযন্ত্রের তালে তালে বাসের ওপরেই খেলোয়াড়দের উল্লাস করতে দেখা যায়। মাঝেমধ্যেই শান্ত ও মুশফিক ট্রফি উঁচিয়ে ধরলে চারপাশ থেকে আকাশচুম্বী জয়ধ্বনি ওঠে।
শোভাযাত্রাটি এরপর তালাইমারী, সাহেববাজার, রাজশাহী কলেজিয়েট স্কুল ও রাজশাহী কলেজের সামনে দিয়ে অতিক্রম করার সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হাত নেড়ে অভিনন্দন জানান। দীর্ঘ পথ পাড়ি দিয়ে লক্ষ্মীপুর, দড়িখড়বোনা ও রেলগেট হয়ে পবায় নাবিল ইন্ডাস্ট্রিয়াল পার্কে গিয়ে শেষ হয় এই রাজকীয় সফর। বাসের সামনে পুরোটা সময় উপস্থিত ছিলেন দলটির মালিক নাবিল গ্রুপের শীর্ষ কর্মকর্তারা।
সংবর্ধনায় অংশ নেওয়া উপশহরের বাসিন্দা আল আমিন ও কলেজছাত্র রাফি ইসলাম জানান, এই দিনটির জন্য তারা বছরের পর বছর অপেক্ষা করেছেন। নিজের শহরের দলকে চ্যাম্পিয়ন হিসেবে দেখাটা তাদের জন্য বড় এক অনুপ্রেরণা। সাহেববাজার এলাকার গৃহবধূ রেহানা বেগমও সন্তানদের নিয়ে এসেছিলেন ক্রিকেটারদের এক নজর দেখার জন্য।
রাজশাহীর ক্রীড়া ইতিহাসে এই জয়কে নতুন এক অধ্যায় হিসেবে দেখছেন স্থানীয়রা। ক্রিকেটপ্রেমীদের মতে, ছাদখোলা বাসের এই রাজকীয় সংবর্ধনা ও বিজয়যাত্রা রাজশাহীর মানুষের মনে দীর্ঘকাল উজ্জ্বল স্মৃতি হয়ে থাকবে।

আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)