বাংলাদেশের পাশে দাঁড়িয়ে যা বলল ডব্লিউসিএ
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তে আইসিসির কঠোর সমালোচনা করেছে ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)।
সংগঠনটির প্রধান নির্বাহী টম মোফাট জানিয়েছেন, বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপের কথা ভাবা যায় না। ক্রিকেটে বিভক্তি তৈরি না করে সবাইকে ঐক্যবদ্ধ রাখতে আইসিসির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
নিরাপত্তার কারণে ভারত থেকে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিল বাংলাদেশ। কিন্তু আইসিসি সেই দাবি না মেনে উল্টো বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেয়। আইসিসির এমন একপেশে সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মোফাট বলেন, এটি বিশ্ব ক্রিকেটের জন্য একটি দুঃখজনক ঘটনা।
টম মোফাট সরাসরি পক্ষপাতিত্বের কথা না বললেও ক্রিকেটে যে ‘দ্বিমুখী নীতি’ চলছে, তার ইঙ্গিত দিয়েছেন।
বাংলাদেশের খেলোয়াড় ও সমর্থকদের প্রতি সমবেদনা জানিয়ে মোফাট বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে বাংলাদেশের মতো একটি মূল্যবান ক্রিকেট জাতির না থাকা অত্যন্ত কষ্টের। আইসিসির উচিত ছিল সব পক্ষের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা, কাউকে বাদ দেওয়া নয়।’
মোটাফ আরও যোগ করেন, ‘এই ঘটনা প্রমাণ করে যে ক্রিকেটের বর্তমান পরিচালনা ব্যবস্থায় গুরুতর সমস্যা রয়েছে। এভাবে চলতে থাকলে ক্রিকেটের ওপর মানুষের বিশ্বাস কমে যাবে এবং খেলাটির ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। আমরা চাই ক্রিকেটকে ভাগ না করে ঐক্যবদ্ধ রাখা হোক।’
উল্লেখ্য, গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে গিয়ে খেলতে রাজি না হওয়ায় তাদের সব ম্যাচ দুবাইয়ে সরিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আইসিসি ভেন্যু পরিবর্তন না করে সরাসরি দলকেই বাদ দিয়ে দিয়েছে।
ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। বাংলাদেশকে ছাড়াই টুর্নামেন্ট আয়োজনের সব প্রস্তুতি সেরেছে আইসিসি।

স্পোর্টস ডেস্ক