ক্যারিবিয়ান আর পাকিস্তানি অলরাউন্ডারকে দলে ভেড়াল রংপুর রাইডার্স
এক যুগ পর বিপিএলে ফিরেছে নিলাম। গত ৩০ নভেম্বর রাজধানীর পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নিলাম। সেখানে দেশি খেলোয়াড় কেনায় সব দলই মোটা অঙ্কের অর্থ খরচ করলেও বিদেশি খেলোয়াড় কেনায় কিছুটা অনীহা ছিল তাদের। এবার সেই ঘাটতিই পূরণ করছে দলগুলো। চমক দিলো রংপুর রাইডার্স।
নিলামে বিদেশি খেলোয়াড় কেনায় অন্যদলগুলোর চেয়ে রংপুরের অনীহা একটু বেশিই ছিল। বাধ্য হয়ে সর্বনিম্ন ক্যাটাগরি থেকে নিয়েছিল দুজন ক্রিকেটার। তখনই বোঝা গিয়েছিল ভিন্ন পরিকল্পনা আছে তাদের। এবার সেটি প্রকাশ করলেন। ঘোষণা দিল ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তানি অলরাউন্ডারকে দলে ভেড়ানোর।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসে পাকিস্তানের অলারউন্ডার ইখতেখার আহমেদকে দলে ভেড়ানোর কথা জানায় রংপুর। সেই স্ট্যাটাসের কিছুক্ষণ পরই আরেকটি স্ট্যটাসে ক্যারিবিয়ান অলরাউন্ডার কেইল মায়ার্সকে দলে ভেড়ানোর ঘোষণা দেয় উত্তরবঙ্গের দলটি।
দুজনই বিপিএলের পরিচিত মুখ। গত আসরে ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলেছেন মায়ার্স। ইফতেখারকে দেখা গেছে রংপুরের জার্সিতেই। মায়ার্সও জড়িয়েছেন রংপুরের জার্সি। সর্বশেষ গ্লোবাল সুপার লিগে রংপুরের জার্সিতে খেলেছেন তিনি।
এর আগে গতকাল এক স্ট্যাটাসে পাকিস্তানের পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফকে দলে ভেড়ানোর ঘোষণা দেয় রংপুর।
রংপুর রাইডার্সের স্কোয়াড
সরাসরি চুক্তি : নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, খাওজা নাফে (পাকিস্তান), সুফিয়ান মুকিম (পাকিস্তান), ফাহিম আশরাফ (পাকিস্তান), ইখতেখার আহমেদ (পাকিস্তান) ও কেইল মায়ার্স (ওয়েস্ট ইন্ডিজ)।
নিলাম থেকে দেশি : লিটন দাস, তাওহিদ হৃদয়, নাহিদ রানা, মাহমুদউল্লাহ রিয়াদ, রাকিবুল হাসান জুনিয়র, আলিস আল ইসলাম, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম হাসান, মেহেদী হাসান সোহাগ, আব্দুল হালিম।
নিলাম থেকে বিদেশি : ইমিলিও গে (ইতালি), মোহাম্মদ আখলাক।

স্পোর্টস ডেস্ক