ফুটবল ছেড়ে এবার ফুটসাল দলে সাবিনা-মাসুরারা
বাংলাদেশের নারী ফুটবলের সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুন। সেই দলের সদস্য ছিলেন ডিফেন্ডার মাসুরা পারভীনও। তবে এখন তারা জাতীয় দল থেকে ব্রত। বাংলাদেশ জাতীয় দলের ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন তারা। সেখানে নেতৃত্ব দিচ্ছিলেন এই দুজন। এরপর থেকে জাতীয় দলের রাডারের বাইরে চলে গেছেন তারা।
এবার ভিন্ন পরিচয়ে আবারও জাতীয় দলে খেলার আশায় সাবিনা-মাসুরা, তাদের সঙ্গে আছেন কৃষ্ণা রাণী সরকার ও মাতসুসিমা সুমাইয়াও। ফুটবলেরই আরেক সংস্করণ ফুটসাল জাতীয় দলে খেলার জন্য ট্রায়াল দিয়েছেন এই ফুটবলাররা। প্রাথমিক ট্রায়াল শেষে জায়গা করে নিয়েছেন ক্যাম্পে।
আগামী বছরের জানুয়ারিতে থাইল্যান্ডে বসবে নারী ফুটসালের সাফ চ্যাম্পিয়নশিপ। সম্প্রতি পুরুষ ফুটসাল দল গুছিয়ে আনলেও নারী ফুটসাল দলের কার্যক্রম নেই। তাই এখানেও পুরুষ দলের পথেই হেটেছে ফেডারেশন। আয়োজন করেছিল ট্রায়ালের। সেখান থেকে ২৫ জনকে নিয়ে প্রাথমিক ক্যাম্প শুরু করেছে বাফুফে।
সম্প্রতি ৭০ জন নারী ফুটবলারকে নিয়ে ট্রায়ালের আয়োজন করেছিল বাফুফে। সেখানে অংশ নিয়ে নিজেদের প্রমাণ করেই ক্যাম্পে জায়গা করে নিয়েছেন সাবিনা-মাসুরারা। বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান বলেন, ‘৭০ জন নারী ফুটবলার ট্রায়ালে অংশ নিয়েছিলেন। সেখান থেকে ২৫ জন ক্যাম্প করছে। মিরপুরের ডি বক্সে অনুশীলন হচ্ছে।’
জাতীয় দলের সিনিয়র ফুটবলার হয়েও ট্রায়ালে অংশ নিয়ে ফুটসাল ক্যাম্পে যোগ দেওয়ায় কোনো আক্ষেপ নেই মাসুরার। তিনি বলেন, ‘আমরা ফুটবলার, ফুটবল খেলতে চাই, সেটা হোক ক্লাব কিংবা জাতীয় দল। এটাও তো জাতীয় দল, দেশের জন্যই খেলব। আমাদের ফুটসাল খেলার অভিজ্ঞতা রয়েছে। আশা করি ভালো কিছুই করব।’
এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে ইরানি কোচ সাঈদের সঙ্গে চুক্তি করেছিল বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাই পর্যন্তই তার সঙ্গে চুক্তি ছিল বাফুফের। তবে ইরানি এই কোচকে মনে ধরেছে বাফুফের। তাই তার সঙ্গে চুক্তির মেয়াদও বাড়ানো হয়েছে।
ফুটসাল চেয়ারম্যান ইমরানুর রহমান বলেন, ‘কোচের চুক্তি আরও তিন মাস বেড়েছে। নারী দলের জন্য তেহরান থেকে নারী সহকারী ও গোলরক্ষক কোচ আসবেন। নারী দলও আমরা সমান গুরুত্ব দিচ্ছি।’
সাবিনা-মাসুরা দুজনেরই আগেও ফুটসলা খেলার অভিজ্ঞতা আছে। এর আগে ২০১৮ সালে থাইল্যান্ডে নারী এশিয়ান কাপ ফুটসালের বাছাইয়ে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন সাবিনা। এরপর সুমাইয়াকে নিয়ে মালদ্বীপে ফুটসাল লিগেও একাধিকবার খেলেছেন সাবিনা।

স্পোর্টস ডেস্ক