আরও এক পাকিস্তানি ক্রিকেটার সিলেট টাইটান্সে
নতুন মালিকানা আর নতুন নামে বিপিএলে এসেছে সিলেট টাইটান্স। নিলামের আগে থেকেই চমক দেখানো শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিটি। নিলামেও দেখা গিয়েছিল সেই ধারা। তবে নিলামে বিদেশি খেলোয়াড় নেওয়ায় অনীহা ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর। নিলাম শেষে সরাসরি চুক্তিতে দল ভারী করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেখানে এবার চমকটা দিলো সিলেট টাইটান্স।
আজ বুধবার (৩ ডিসেম্বর) সিলেট টাইটান্সের অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসে পাকিস্তানি পেসারকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। স্ট্যাটাসে পাকিস্তানি পেস বোলার সালমান ইরশাদকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে তারা।
ইতোমধ্যে বিপিএল খেলার অভিজ্ঞতা আছে এই পাকিস্তানি পেসারের। গত বিপিএলের মাঝে খুলনা টাইগার্সের জার্সিতে বিপিএলে খেলেন তিনি। দলটির হয়ে বল হাতে ডেথওভারে বেশ ভালো পারফর্ম করেছিলেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৮৪ ম্যাচে ২৭.৫৫ গড়ে বল হাতে ৯৬ উইকেট শিকার করেছেন পাকিস্তানি এই পেসার। দুই ইনিংসে নিয়েছেন ৪ উইকেট।
এর আগে সরাসরি চুক্তিতে আরও দুই পাকিস্তানি তারকাকে দলে ভিড়িয়েছে সিলেট। অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির ও তরুণ অলরাউন্ডার সাইম আইয়ুব এবারের বিপিএল মাতাবে সিলেটের জার্সিতে। এরপর নিলাম থেকে শ্রীলঙ্কান অরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস ও যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোন্সকে দলে ভিড়িয়েছে সিলেট।
সিলেট টাইটান্সের স্কোয়াড
সরাসরি চুক্তি : মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির (পাকিস্তান) ও সাইম আইয়ুব (পাকিস্তান), সালমান ইরশাদ (পাকিস্তান)।
নিলাম থেকে দেশি : পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, মুমিনুল হক, রনি তালুকদার, জাকির হাসান, রুয়েল মিয়া, আরিফুল ইসলাম, ইবাদত হোসেন, শহিদুল ইসলাম, রাহাতুল ফেরদৌস জাবেদ ও তৌফিক খান তুষার।
নিলাম থেকে বিদেশি : অ্যাঞ্জেলো ম্যাথুস (শ্রীলঙ্কা) ও অ্যারন জোন্স (ইউএসএ)।

স্পোর্টস ডেস্ক