ম্যাচ নিয়ন্ত্রণের চেষ্টায় বাংলাদেশ
সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাট করছে আয়ারল্যান্ড। উদ্বোধনী জুটিতে ভালো শুরু এনে দেন পল স্টার্লিং ও টিম টেক্টর। ৪ ওভারে ৩৮ রান তোলে আইরিশরা। রানে ছেদ ফেলেন শরিফুল ইসলাম। এই পেসারের ডেলিভারিতে বোল্ড হন টেক্টর, তার ব্যাট থেকে ১০ বলে আসে ১৭ রান।
ওয়ানডাউনে নামা হ্যারি টেক্টরকে বোল্ড করেন মুস্তাফিজুর রহমান। ৬ বলে ৫ রান তুলে বিদায় নেন হ্যারি। ৫০ রানে আয়ারল্যান্ড হারায় দ্বিতীয় উইকেট।
পাওয়ার প্লের ৬ ওভার শেষে ৫১ রানে দুই উইকেট হারায় আয়ারল্যান্ড। সপ্তম ওভারের প্রথম বলেই আঘাত হানেন শেখ মেহেদী। ১ রান করা লোরকান টাকারকে ফেলেন লেগবিফোরের ফাঁদে। ৫১ রানেই ঘটে তৃতীয় উইকেটের পতন।
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
দুই টি-টোয়েন্টি শেষে ১-১ সমতা থাকায়, এটি পরিণত হয়েছে অলিখিত ফাইনালে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টসে হেরে বোলিংয়ে স্বাগতিকরা
যে একাদশ নামাল বাংলাদেশ
একাদশে তিন পরিবর্তন বাংলাদেশের। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ। তাদের পরিবর্তে দলে ঢুকেছেন রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও শামীম হোসেন পাটোয়ারী।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শেখ মেহেদী, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও শামীম পাটোয়ারী।

স্পোর্টস ডেস্ক