সিরিজ জয়ের কৃতিত্ব যাদের দিলেন লিটন
সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের তৃতীয়টিতে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ জিতেছে ৮ উইকেটে। প্রথম ম্যাচ হারলেও ঘুরে দাঁড়িয়ে লাল-সবুজের প্রতিনিধিরা সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।
চট্টগ্রামে ব্যাটে-বলে দারুণ ছিল স্বাগতিকরা। বিশেষত, পাওয়ার প্লেতে ৫১ রান দেওয়ার পরও আইরিশদের অলআউট করেছে ১১৭ রানে। বোলাররা প্রশংসার যোগ্য। ম্যাচের পর বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বোলারদের দিলেন প্রাপ্য সম্মান।
লিটন বলেন, ‘সব বোলারই দারুণ করেছে। বিশেষ করে মাঝের ওভারগুলোতে। আমরা কিন্তু, প্রথম পাওয়ার প্লেতে কোনো উইকেট পাইনি এবং তারাও অনেক রান করেছিল। রিশাদ ও শেখ মেহেদী যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, এটি অসাধারণ। তারা আমাদের মূল বোলার এবং তারা দায়িত্ব নিয়েছে।’
উইকেট কিছুটা ধীরগতির ছিল। এমন উইকেটে রান তাড়ায় ব্যাটারদের টিকে থাকার মন্ত্রও দিয়েছেন লিটন। কী বলেছিলেন, জানালেন নিজেই।
লিটন বলেন, ‘উইকেট দেখে আমার কাছে স্লো মনে হয়েছে। আমি ব্যাটারদের বলেছি নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে। পাওয়ার প্লেতে আক্রমণ করো। শুরুতে ৩০-৪০ রান করা গেলে, পরের দিকে ব্যাটিং করা সহজ হবে।’
বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। নজর এখন সামনের দিকে। লিটন তা মাথায় রেখেছেন। তিনি জানিয়েছেন, ক্রিকেটারদের এখন বিপিএল ও বিশ্বকাপকে মাথায় রেখে এগিয়ে যেতে হবে।

স্পোর্টস ডেস্ক