রেকর্ড গড়ে কী বললেন ম্যাচসেরা তামিম?
আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচটি ছিল চলতি বছর বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ। এমন ম্যাচে ফিফটি হাঁকিয়ে ম্যাচসেরা হয়েছেন তানজিদ হাসান তামিম। ব্যাট হাতে ৩৬ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৫৫ রানে অপরাজিত থাকেন তামিম।
তবে, তামিম আজ মুন্সিয়ানা দেখিয়েছেন আরেক জায়গায়। আয়ারল্যান্ডের পাঁচ ব্যাটার বন্দি হন তামিমের তালুতে। এতেই তিনি গড়েছেন এক টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষেই ইলিয়াস সানি নিয়েছিলেন তিনটি ক্যাচ। সেটি ২০১২ সালের ঘটনা। এক যুগের বেশি পুরোনো রেকর্ড ভাঙলেন তামিম।
তামিমের হাতে ধরা পড়েন জর্জ ডকরেল, গ্যারেথ ডিলানি, মার্ক আডাইর, ম্যাথিউ হামফ্রিস ও বেন হোয়াইট।
এমন অর্জন ও ম্যাচসেরা হয়ে তামিম বলেন, ‘সবার প্রথমে শুকরিয়া। আমরা সিরিজ জিতেছি এবং আমি পাঁচটি ক্যাচ নিয়েছি, যা বেশ চমৎকার। আমার সতীর্থ ও আমরা ব্যাপারটা উপভোগ করেছি। যখন আমরা প্রথম ইনিংস শেষ করেছি, তারা সবাই এটা নিয়ে কথা বলছিল (পাঁচ ক্যাচ)। সেই সময় আমার খুব আনন্দ হচ্ছিল। আমি ব্যাটিংটাও করতে চেয়েছি বলের চরিত্র বুঝে। শেষ হওয়ার আগে আমি আসতে চাইনি।’

স্পোর্টস ডেস্ক