বড় লাফ তামিমের, উন্নতি হয়েছে সাকিব-মেহেদির
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল ব্যর্থ হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম। সেই পারফরম্যান্সের পুরস্কার পেলেন এবার। ভালো খেলার পুরস্কার পেয়েছেন শেখ মেহেদি ও তানজিম হাসান সাকিব।
আজ বুধবার (৫ নভেম্বর) পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে বড় লাফ দিয়েছেন তামিম। উন্নতি হয়েছে মেহেদি ও সাকিবেরও।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যর্থতার পরে ঘুরে দাঁড়িয়েছে শেষ দুই ম্যাচে তুলে নিয়েছিলেন হাফসেঞ্চুরি। শেষ ম্যাচে ফিরেছিলেন সেঞ্চুরির কাছে গিয়ে। অনবদ্য সেই পারফরম্যান্সের করে র্যাঙ্কিংয়ে ২০ ধাপ এগিয়েছেন তামিম। উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ১৭তম স্থানে। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তিনিই সবার ওপরে। সেরা বিশের মধ্যে নেই আর কোনো বাংলাদেশি ব্যাটার।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা ভালো যায়নি সাইফ হাসানের। ব্যাটহাতে দলের চাহিদা পূরণ করতে পারেননি তিনি। সেই প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও ৯ ধাপ পিছিয়েছেন সাইফ। নেমে গেছে ২৯ নম্বরে।
৩ ধাপ অবনতি হয়েছে তাওহিদ হৃদয়ের। তিনি নেমে গেছে ৪৬ নম্বরে। ৪ ধাপ পিছিয়ে ৫৮ নম্বরে আছেন পারভেজ হোসেন ইমন, ২ ধাপ পিছিয়ে ৬৫ নম্বরে আছেন জাকের আলী অনিক। অন্যদিকে, আগের মতোই ৪৪ নম্বরে আছেন লিটন দাস।
বোলারদের র্যাঙ্কিংয়ে ৬ ধাপ উন্নতি হয়েছে শেখ মেহেদির। সেরা বিশের মধ্যে ঢুকেছেন তিনি। আছেন ১৯ নম্বরে। ৩ ধাপ এগিয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। তিনি আছেন ৩৪ নম্বরে। বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়নি আরও কারো।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও একধাপ করে উন্নতি হয়েছে সাকিব আর মেহেদির। মেহেদি আছেন ৪৩ নম্বরে আর সাকিব ৬৪ নম্বরে। একধাপ পিছিয়ে ১২ নম্বরে নেমে গেছেন মুস্তাফিজুর রহমান। এরপরও অবশ্য বাংলাদেশিদের মধ্যে তিনিই সবার ওপরে। ২ ধাপ পিছিয়ে ২৬ নম্বরে আছেন রিশাদ হোসেন, এক ধাপ পিছিয়ে ৩০ নম্বরে আছেন নাসুম আহমেদ।
সমান পাঁচ ধাপ করে পিছিয়েছেন দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তাসকিন আছেন ৪০ নম্বরে আর শরিফুল ৫০ নম্বরে। সবচেয়ে বেশি ৭ ধাপ পিছিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে ডাক না পাওয়া পেসার হাসান মাহমুদ। তিনি নেমে গেছেন ৭৬ নম্বরে।

স্পোর্টস ডেস্ক