নতুন রেকর্ডে নাম লেখালেন তানজিদ তামিম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি ছিল বাঁচা-মরার। সিরিজ বাঁচাতে লক্ষ্যও ছিল হাতের নাগালে। বাকিদের ব্যর্থতার ভিড়ে একপ্রান্ত আগলে রেখে আশা দেখাচ্ছিলেন তানজিদ হাসান তামিম। যদিও শেষ পর্যন্ত সেই আশা পূর্ণতা পায়নি। তবে ৪৮ বলে ৬১ রানের এক ইনিংস খেলে ব্যক্তিগত অর্জনের মুকুটে আরেকটি পালক যোগ করেছেন তামিম।
৬১ রানের এই ইনিংস দিয়ে এক ক্যালেন্ডার বছরে বাংলাদেশের হয়ে টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছেন তামিম। চলতি বছরে এখন পর্যন্ত ২৩ ইনিংসে ১৩৫.২১ স্ট্রাইকরেটে ৬২২ রান করেছেন তিনি। ২৯.৬১ গড়ে ৬টি ফিফটি হাঁকিয়েছেন তিনি।
এর আগে এই রেকর্ড ছিল ওপেনার নাঈম শেখের দখলে। ২০২১ সালে ২৬ ইনিংসে ১০০.৩৪ স্ট্রাইক রেটে ৫৭৫ রান করেছিলেন তিনি। সেই বছর তিনটি ফিফটি করেছিলেন নাঈম।
রানের তালিকায় নাঈমের পরেই আছেন লিটন দাস। চলতি বছরে ১৩২.৭০ স্ট্রাইক রেটে লিটনের ব্যাট থেকে এসেছে ৫৬৪ রান। এর আগে ২০২২ সালেও ৫৪৪ রান করেছিলেন লিটন। এক বছরে ৫০০ রানের ক্লাবে আছেন আফিফ হোসেনও—২০২২ সালে ১২৩.৭৬ স্ট্রাইকরেটে ৫০০ রান করেছিলেন তিনি।
চলতি বছরে আরও একটি রেকর্ডে নাম লিখিয়েছেন তামিম। ২০২৫ ক্যালেন্ডার বছরে ৩৪টি ছক্কা হাঁকিয়েছেন টাইগার এই ওপেনার। যা এক বছরে বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কা রেকর্ড।

স্পোর্টস ডেস্ক