ক্ল্যাসিকো হেরে বরখাস্ত হলেন আলোনসো
ডুবতে থাকা রিয়াল মাদ্রিদকে উদ্ধারের দায়িত্ব পেয়েছিলেন দলটির সাবেক ফুটবলরার শাবি আলোনসো। শুরুর দিকে আশা দেখালেও ক্রমেই নিভতে থাকে সেই আশার বাতি। সর্বশেষ তার সামনে অ্যাসিড টেস্ট ছিল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সার বিপক্ষে। সেই পরীক্ষায় ফেল করেছেন আলোনসো। দিতে হলো সেটির মাশুলও। রিয়াল মাদ্রিদের ডাগআউটে তার সাত মাসের অধ্যায়ের সমাপ্তি ঘটল।
সোমবার (১২ জানুয়ারি) রাতে এক আনুষ্ঠানিক বিবৃতিতে আলোনসোকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদ। বিবৃতিতে ইউরোপের সফলতম ক্লাবটি জানায়, পারস্পরিক সম্মতিতে প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডার।
জেদ্দায় রোববারের ফাইনালে ৩-২ গোলে হারের পরদিনই আলোনসোকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় রিয়াল কর্তৃপক্ষ। একইসঙ্গে ক্লাবের পক্ষ থেকে নতুন কোচের নামও ঘোষণা করা হয়েছে। রিয়ালের ‘বি’ দলের দায়িত্বে থাকা সাবেক ডিফেন্ডার আলভারো আরবেলোয়াকে মূল দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।
জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনকে অবিশ্বাস্য সাফল্য এনে দেওয়া আলোনসো গত জুনে বড় আশা নিয়ে রিয়ালের দায়িত্ব নিয়েছিলেন। শুরুটা মন্দ ছিল না; ৩২ দলের ক্লাব বিশ্বকাপে তার অধীনে সেমিফাইনাল পর্যন্ত খেলেছিল লস ব্লাঙ্কোরা। এমনকি চলতি মৌসুমে প্রথম ১৪ ম্যাচের ১৩টিতেই জয় পায় তারা, যার মধ্যে ছিল বার্সেলোনার বিপক্ষে ২-১ গোলের দারুণ এক জয়।
নভেম্বরের শুরু পর্যন্ত লিগ টেবিলে ৫ পয়েন্টের ব্যবধানে শীর্ষে ছিল রিয়াল। তবে এরপরই ছন্দপতন ঘটে। টানা আট ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয় পাওয়ায় পয়েন্ট তালিকার শীর্ষস্থান হারায় তারা। ঘরের মাঠে টানা দুই হারে ক্ষুব্ধ হয়ে ওঠে সমর্থকরা, আর আলোনসোর ভবিষ্যৎ নিয়ে শুরু হয় গুঞ্জন।
যদিও টানা পাঁচ ম্যাচ জিতে সুপার কাপের ফাইনালে উঠে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল রিয়াল, কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে বার্সার কাছে হারই শেষ পর্যন্ত আলোনসোর বিদায় ঘণ্টা বাজিয়ে দিল।
রিয়াল মাদ্রিদের হয়ে কোচিং ক্যারিয়ারে সব মিলিয়ে ৩৪টি ম্যাচে ডাগআউটে ছিলেন আলোনসো। এর মধ্যে ২৪ জয় ও ৪ ড্রয়ের বিপরীতে তার হারের সংখ্যা ৬টি।
বর্তমানে লা লিগার টেবিলে ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল, যেখানে এক ম্যাচ বেশি খেলে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে গত আসরের চ্যাম্পিয়ন বার্সেলোনা।

স্পোর্টস ডেস্ক