রিয়ালের নতুন কোচ কে এই আরবেলোয়া?
যে কজন ফুটবলারকে রিয়াল মাদ্রিদ তাদের ঘরের ছেলে ভাবে, আলভারো আরবেলোয়া তাদের অন্যতম। সেই আরবেলোয়ার হাতে রিয়াল মাদ্রিদের দায়িত্ব তুলে দিয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ। শাবি আলোনসোকে বরখাস্ত করার পর সোমবার (১২ জানুয়ারি) নতুন কোচ হিসেবে আরবেলোয়াকে নিয়োগ দিয়েছে রিয়াল।
রিয়ালের জার্সিতে ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে ২৩৮ ম্যাচ খেলেছেন আরবেলোয়া। জিতেছেন দুটি চ্যাম্পিয়নস লিগসহ আটটি শিরোপা। ক্লাবের মতো উজ্জ্বল ছিলেন জাতীয় দলেও। স্পেনের জার্সিতে খেলেছেন ৫৬ ম্যাচ। ছিলেন ২০১০ বিশ্বকাপ ও ২০০৮ ও ২০১২ ইউরোজয়ী দলে।
খেলা ছাড়ার পর কোচিংয়ে মনোযোগ দেন আরবেলোয়া। ৪২ বছর বয়সী এই তারকা সর্বশেষ পালন করেছেন রিয়ালের যুবদল কাস্তিয়ার দায়িত্ব। সেখান থেকে এবার পেলেন বড় দলের গুরুদায়িত্ব।
ডুবতে থাকা রিয়ালকে উদ্ধারের দায়িত্ব পেয়েছিলেন দলটির সাবেক ফুটবলার শাবি আলোনসো। শুরুর দিকে আশা দেখালেও ক্রমেই নিভতে থাকে সেই আশার বাতি। সর্বশেষ তার সামনে অ্যাসিড টেস্ট ছিল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সার বিপক্ষে। সেই পরীক্ষায় ফেল করেছেন আলোনসো। দিতে হলো সেটির মাশুলও। রিয়াল মাদ্রিদের ডাগআউটে তার সাত মাসের অধ্যায়ের সমাপ্তি ঘটল।
জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনকে অবিশ্বাস্য সাফল্য এনে দেওয়া আলোনসো গত জুনে বড় আশা নিয়ে রিয়ালের দায়িত্ব নিয়েছিলেন। রিয়ালের হয়ে কোচিং ক্যারিয়ারে সব মিলিয়ে ৩৪টি ম্যাচে ডাগআউটে ছিলেন আলোনসো। এর মধ্যে ২৪ জয় ও ৪ ড্রয়ের বিপরীতে তার হারের সংখ্যা ৬টি।

স্পোর্টস ডেস্ক