জয় দিয়ে সিলেট পর্ব শেষ করল রাজশাহী
শুরু আর শেষে দারুণ মিল রেখেছে রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে আজ সোমবার (১২ জানুয়ারি) সিলেট পর্বের শেষ ম্যাচে মাঠে নামে রাজশাহী, প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। শুরুর মতো শেষেও জয় পেয়েছে শান্তরা। ঢাকাকে আজ রাজশাহী হারিয়েছে ৭ উইকেটে।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ঢাকা অলআউট হয় ২০ ওভারে ১৩১রানে। জবাবে ১৬.১ ওভারে ৩ উইকেটে ১৩২ রান করে রাজশাহী।
সহজ লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আগ্রাসী রাজশাহী। ওপেনার মোহাম্মদ ওয়াসিম ১৩ বলে ২২ রান করেন। তবে, খেলা একপেশে করে দেন তানজিদ হাসান তামিম। সাজঘরে ফেরার আগে ৪৩ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় ৭৬ রানের ঝলমলে ইনিংস উপহার দেন তামিম। শেষ দিকে ১০ বলে ১৪ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন জেমস নিশাম।
ঢাকার পক্ষে ইমাদ ওয়াসিম, নাসির হোসেন ও সাইফ হাসান নেন একটি করে উইকেট।
ঢাকার পক্ষে ব্যাট হাতে ২৭ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৪১ রান করেন ওপেনার উসমান খান। এটিই দলীয় সর্বোচ্চ। ২৭ বলে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন নাসির হোসেন।
রাজশাহীর পক্ষে আব্দুল গাফফার সাকলাইন শিকার করেন চার উইকেট। রিপন মন্ডলের শিকার তিনটি।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা ক্যাপিটালস : ২০ ওভারে ১৩১/১০ (উসমান ৪১, মামুন ১২, সাইফ ০, মিঠুন ১৩, নাসির ২৪, ইমাদ ১১, শামীম ৭, সাব্বির ১৪, তোফায়েল ৬*, জিয়াউর ০, তাইজুল ০; বিনুরা ৪-০-৩৬-১, রুবেল ৪-০-২২-২, রিপন ৪-০-৩০-৩, সাকলাইন ৪-০-২৪-৪, নিশাম ৩-০-১৭-০, বার্ল ১-১-০-০)
রাজশাহী ওয়ারিয়র্স : ১৬.১ ওভারে ১৩২/৩ (ওয়াসিম ২২, তামিম ৭৬, শান্ত ৫, মুশফিক ১২*, নিশাম ১৪*; জিয়াউর ২-০-১৯-০, ইমাদ ৪-০-৩০-১, তোফায়েল ১-০-১৭-০, নাসির ১-০-১২-১, শামীম ২.১-০-১১-০, সাইফ ৪-০-১৭-১, তাইজুল ২-০-২৪-০)
ফলাফল : রাজশাহী ৭ উইকেটে জয়ী।

স্পোর্টস ডেস্ক