হাফসেঞ্চুরিতে তামিমের যত রেকর্ড
ঝড়ে উত্তাল সাগরে দক্ষ নাবিকের মতোই ব্যাটিংয়ের হাল ধরেছিলেন তানজিদ হাসান তামিম। সামনে থেকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দলকে। ক্যারিয়ারে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টির সেঞ্চুরির কাছে ছিলেন তিনি। কিন্তু ১১ রানের আক্ষেপ নিয়ে ফেরেন এই ওপেনার। অবশ্য এরপরও প্রাপ্তির কম নেই তামিমের। এমন বীরোচিত ইনিংসে গড়েছেন কয়েকটি রেকর্ড।
শুক্রবার (৩১ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ৬২ বলে ৮৯ রানের ইনিংস খেলেন তামিম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তার ব্যক্তিগত সর্বোচ্চ রান। এর আগে শ্রীরঙ্কার বিপক্ষে ৭৩ রান ছিল সর্বোচ্চ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক হাজার রান থেকে ৩৩ রান কম নিয়ে খেলতে নামেন তামিম। ৮৯ রানের এই ইনিংস দিয়ে হাজার রানের সেই মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি।
এক হাজার রানের সঙ্গে গড়েছেন আরও একটি। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম হাজার রানের রেকর্ড এখন তার দখলে। এই রান করতে তামিমের লেগেছে ৪২ ইনিংস। পেছনে ফেলেছেন তাওহিদ হৃদয়কে। তার লেগেছিল ৪৫ ইনিংস।
এই ইনিংসে করা হাফসেঞ্চুরি ছিল তামিমের চলতি বছরের সপ্তম হাফসেঞ্চুরি। এর আগেই এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি ছিল তামিমের। সেই রেকর্ডটি আরও পাকাপোক্ত করলেন তিনি। বাংলাদেশের জার্সিতে এক বছরে পাঁচটি ফিফটিও নেই আর কোনো ব্যাটসম্যানের।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হাফসেঞ্চুরির মাইলফলকে আগেই পেছনে ফেলেছিলেন তামিম ইকবাল আর মাহমুদউল্লাহ রিয়াদকে। তানজিদ তামিমের এটি ছিল দশম হাফসেঞ্চুরি। বাংলাদেশের হয়ে তার চেয়ে বেশি হাফসেঞ্চুরি আছে আর কেবল দুজনের। লিটন দাস (১৪) আর সাকিব আল হাসান (১৩)। এই দুজনের পেছনে এখন ছুটছেন তিনি।
পেছনে ফেলেছেন লিটন দাসকেও। তামিমের এই ইনিংসটি সাজানো ছিল ৯টি চার আর ৪টি ছক্কায়। নবম চার মেরে তামিম পেছনে ফেলেন লিটনকে। এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি চার মারার রেকর্ড এখন তামিমের। এই বছর তামিম চার মেরেছে ৫৮টি। ২০২২ সালে ৫৭টি চার মেরে এতাদিন এই রেকর্ড ছিল লিটনের।
অন্যদিকে, ছক্কার রেকর্ড তো আগেই নিজের করে নিয়েছিলেন তামিম। এই ম্যাচের চারটি ছক্কার হাঁকিয়ে সেটিকে আরও পাকাপোক্ত করলেন। এ বছর তামিমের ছক্কার সংখ্যা দাঁড়ালো ৩৮টি।
এ বছর বাংলাদেশ আরও একটি তিন ম্যাচের সিরিজ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। সেই সিরিজ দিয়েই আরও কিছু মাইলফলকে নিজের নাম বসানোর সুযোগ থাকবে তামিমের।

স্পোর্টস ডেস্ক