আশরাফুল-সালাহউদ্দীনের ভবিষ্যৎ জানাল বিসিবি
আয়ারল্যান্ড সিরিজের আগে হঠাৎই জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয় সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে। তবে আপাতত তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আয়ারল্যান্ড সিরিজ পর্যন্ত। তার অধীনে বেশ ভালোই করেছেন ব্যাটাররা। আইরিশদের টেস্ট ও টি-টোয়েন্টি দুই সিরিজেই হারিয়েছে বাংলাদেশ। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে আশরাফুলের ভবিষ্যৎ নিয়ে।
আজ বুধবার (৩ ডিসেম্বর) দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমকে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। তিনি জানিয়েছেন, জাতীয় দলে নিজের দায়িত্ব পালন করে যাবেন আশরাফুল। সেটি ঠিক কতদিন পর্যন্ত সেটি অবশ্য স্পষ্ট করেননি ফাহিম। তবে আভাস দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ বা আরও দীর্ঘ হতে পারে সেটি।
আশরাফুল দায়িত্ব নেওয়ার আগে ব্যাটিং বিভাগের এই দায়িত্ব সামলাচ্ছিলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দীন। তবে তার অধীনে ভালো করতে পারছিলেন না ব্যাটাররা। এতে চরম সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এরপর জাতীয় দল থেকে পদত্যাগ করার কথা জানিয়েছিলেন তিনি। সেজন্য বিসিবির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কথাও শোনা গিয়েছিল।
এবার নতুন খবর শোনা গেল। আপাতত জাতীয় দলের সঙ্গেই থাকছেন সালাহউদ্দীন। তার পদত্যাগপত্র গৃহীত হয়নি জানিয়ে ফাহিম বলেন, ‘এটা নিয়ে কখনোই কোনো অনিশ্চয়তা ছিল না। পদত্যাগপত্র গৃহীত হয়নি। সে জাতীয় দলের সঙ্গেই থাকছে।’
মোহাম্মদ সালাহউদ্দীনের সঙ্গে বিসিবির চুক্তি ছিল চলতি বছরের চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। এরপর তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হয় ২০২৭ সাল পর্যন্ত। কিন্তু তার অধীনে ব্যর্থতার বৃত্তে আটকে ছিল ব্যাটাররা। প্রিয় ফরম্যাট ওয়ানডেতেও ভালো করতে পারছিলেন না তারা।
এরপর চরম সমালোচনা ওঠে সালাহউদ্দীনকে নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার পদত্যাগের দাবি ওঠে। এমন অবস্থায় জাতীয় দলের দায়িত্ব আর উপভোগ করছেন জানিয়ে পদত্যাগ করার কথা জানিয়েছিলেন সালাহউদ্দীন।

স্পোর্টস ডেস্ক