ব্যাটিং অনুশীলন নিয়ে যা বললেন আশরাফুল
আয়ারল্যান্ড সিরিজের পর কমেছে জাতীয় দলের আন্তর্জাতিক ব্যস্ততা। ২০২৬ এর ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আর জাতীয় দলের ম্যাচ নেই। সামনে বিপিএল। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশের সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্ট।
তার আগে বসে নেই জাতীয় দলের ক্রিকেটাররা। প্রধান কোচ ফিল সিমন্সের নির্দেশে খেলোয়াড়রা যোগ দিয়েছেন বিশেষ ক্যাম্পে। কেন এই ক্যাম্প, তা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।
আশরাফুল বলেন, ‘আমি বলব যে খুবই ভালো একটা প্র্যাকটিস সেশন হচ্ছে। ইন্ডিভিজুয়াল প্লেয়ারের কিছু শটস ইমপ্রুভ করার জন্য এটা কাজে দেবে। বাইরের দেশে এই কাজটা খুব বেশি করা হয়, অর্থাৎ ওয়ান টু ওয়ান প্র্যাকটিসটা। আমাদের তো এই সুযোগ খুব কম। বিপিএলের আগে যে সুযোগটা এসেছে, এখন পর্যন্ত দুই দিন আমরা চারজন ব্যাটারকে নিয়ে কাজ করেছি, তাদের ইন্ডিভিজুয়াল শটসগুলা উন্নতি করার জন্য।’
ক্রিকেটিং শটসের ওপর নজর দিচ্ছেন আশরাফুল। ব্যাটারদের ধরে ধরে শেখাচ্ছেন তিনি। ঘাটতির জায়গাগুলো পূরণ করার চেষ্টা করছেন সাবেক এই অধিনায়ক।
আশরাফুল যোগ করেন, ‘ক্রিকেটিং শটসের ওপরে যেন আমরা বেশি কনফিডেন্স নিয়ে খেলি, সে জিনিসগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি। প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে আসলে ইন্ডিভিজুয়াল কাজ করানো হচ্ছে।’

স্পোর্টস ডেস্ক