ব্যাটিংকে একটা অবস্থানে নিয়ে আসার প্রত্যাশা আশরাফুলের
বাংলাদেশ ক্রিকেটে দলের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক ব্যাটার মোহাম্মদ আশরাফুল। চলতি মাসে আয়ারল্যান্ড সিরিজ দিয়ে জাতীয় দলে কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন তিনি। তার দায়িত্বটা ব্যাটিং দেখভাল করা। কিন্তু এমন একটা সময় তিনি দায়িত্ব নিতে যাচ্ছেন যখন ব্যাটিং ব্যর্থতায় ধুঁকছে বাংলাদেশ। তবে দায়িত্ব নিয়ে দলকে সাফল্যে ফেরাতে চান তিনি।
আজ বুধবার (৫ নভেম্বর) ক্রিকেট বিষয়ক একটি অনলাইন সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে আশরাফুল বলেন, ‘আমরা তো এখন একদম শেষে আছি। অবশ্যই আশা করি যে আমরা যেন মাঝামাঝি পর্যায়ে আসতে পারি, খুব অল্প সময়ে। দুই-তিন বছরের মধ্যেই যেন আমরা মাঝামাঝিতে আসতে পারি। ওই সাফল্যটা তো দেখতে চাই।’
আরও পড়ুন : সালাউদ্দিনের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে যা বললেন আশরাফুল
গত সোমবার বিসিবির সভা শেষে আশরাফুলকে জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানায় বিসিবি। তবে আপাতত শুধু আয়ারল্যান্ড সিরিজের জন্যই আশরাফুলকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে ধারণা করা জাতীয় দলে হচ্ছে তার পথটা দীর্ঘ হতেই চলেছে।
বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গেও তার সম্পর্কটা বেশ ভালো। এই প্রসঙ্গে আশরাফুল বলেন, 'আমি যখন ক্রিকেট খেলা শুরু করি, তখন আমার রোল মডেল ছিলেন বুলবুল ভাই। তিনি বোর্ড প্রেসিডেন্ট হওয়ার আগেও কিন্তু উনার সঙ্গে আমার সবসময়ই যোগাযোগ হতো। সেটা আমার খেলা নিয়ে বলেন, আমার কোচিং নিয়ে বলেন। তো এখন যেহেতু উনি বোর্ড প্রেসিডেন্ট এবং আমি একটা সুযোগ পেয়েছি, এটা তো আমার জন্য একটা আশীর্বাদ অবশ্যই।'
আরও পড়ুন : জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়ছেন সালাউদ্দিন
জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে ডেভিড হেম্পের সঙ্গে চুক্তি ছিন্ন করার পর বিসিবি সেই দায়িত্বটা দেয় সিনিয়র সহকারি কোচ সালাহউদ্দিনের ওপর। তবে তার অধীনে ব্যাটারদের পারফরম্যান্স অধারাবাহিক। আয়ারল্যান্ড সিরিজের পর দায়িত্ব ছাড়ছেন তিনি, আজ পদত্যাগপত্রও দিয়েছেন।
এর আগে বিপিএলের দল রংপুর রাইডার্সের সহকারি কোচের দায়িত্ব পালন করেছেন আশরাফুল। মূলত দলটির ব্যাটিং কোচের ভূমিকা পালন করতেন তিনি। এছাড়া এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসরে বরিশালের হেড কোচের দায়িত্ব পালন করেছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার।
আরও পড়ুন : জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হলেন আশরাফুল
জাতীয় দলের দায়িত্ব পাওয়ার পর আশরাফুল বলেন, 'খেলোয়াড় হিসেবে প্রথম সুযোগ পেয়েছিলাম। এবার প্রায় ১২ বছর পরে আবার ন্যাশনাল টিমের ড্রেসিংরুমে ঢুকতে পারব একজন কোচ হিসেবে। এটা তো অন্যরকম ভালো লাগার জিনিস। আমাদের যারা আছেন টিমের, সবাই খুব ভালো। আমি টেকনিক্যালি কিছু শেখাবো না। আমি হয়তোবা আমার অভিজ্ঞতা শেয়ার করব, ড্রেসিংরুমে থাকব।'
ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট এবং তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। ১১ নভেম্বর মাঠে গড়াবে প্রথম টেস্ট। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ নভেম্বর।

স্পোর্টস ডেস্ক