বিশ্বকাপের আগে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা?
আগামী বছর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথমবার ২০টি দল নিয়ে মাঠে গড়াবে ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটের বিশ্ব লড়াই। ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে দল। ঘোষণা করা হয়েছে সূচিও। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ।
সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে আছে বাংলাদেশ। সর্বশেষ খেলা ৬টি সিরিজের মধ্যে ৫টিতেই জিতেছে লিটন দাসের দল। এবারের বিশ্বকাপও ভারত এবং শ্রীলঙ্কায় হওয়ায় বাংলাদেশের ভালো কিছু করার সম্ভাবনা আছে।
যে কারণে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না বিসিবি। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রস্তুতির কথা তুলে ধরলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান আর নামিবিয়া। এই ম্যাচ দুটি হবে বেঙ্গালুরুতে। অর্থাৎ বিশ্বকাপের গ্রুপ পর্বের ভেন্যুতে খেলার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ।
প্রস্তুতি ম্যাচের কারণে আগেভাগেই ভারতে উড়াল দিতে চায় বাংলাদেশ। ফাহিম বলেন, ‘বিশ্বকাপ শুরুর আগেই ২৮ জানুয়ারি আমরা ব্যাঙ্গালোরে চলে যাব। নামিবিয়া এবং আফগানিস্তানের সাথে দুটো প্রস্তুতি ম্যাচ খেলব।’
বিশ্বকাপের আগে বিপিএল খেলবে জাতীয় দলের ক্রিকেটাররা। যেখানে প্রতিটি দল অন্তত ১০টি করে ম্যাচ খেলবে। ফলে ক্রিকেটারদের চোট নিয়ে একটা শঙ্কা থাকছেই। সেই চিন্তাও বিসিবি করে রেখেছে বলে জানালেন ক্রিকেট অপারেশন্সের আরেক সদস্য শাহরিয়ার নাফীস।
নাফীস জানিয়েছেন, বিপিএলের মধ্যে জাতীয় দলের গুরুত্বপূর্ণ বোলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য একজন ফিজিও সবসময়ই কাজ করবেন। যদি কারো ওয়ার্কলোড বেশি হয়ে যায়, বিসিবি ওই ফ্র্যাঞ্চাইজিকে বলে তাকে বিশ্রাম দেওয়ার ব্যবস্থা করবে।

স্পোর্টস ডেস্ক