জার্মানিতে কেইনের দ্রুততম ‘সেঞ্চুরি’
বড়দিনের উৎসবের আগেই নিজেকে দারুণ এক উপহার দিলেন হ্যারি কেইন। জার্মান বুন্দেসলিগায় গোল ও অ্যাসিস্ট মিলিয়ে দ্রুততম ‘সেঞ্চুরি’ পূর্ণ করলেন বায়ার্ন মিউনিখের এই ইংলিশ স্ট্রাইকার।
রোববার (২১ ডিসেম্বর) দিনগত রাতে হেইডেনহেইমের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল বাভারিয়ানরা। টেবিলে ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকেই নতুন বছর শুরু করতে যাচ্ছে তারা। বিশেষ এই ম্যাচে প্রথমবারের মতো বায়ার্নের অধিনায়কের আর্মব্যান্ড পড়েছিলেন কেইন।
ম্যাচে বড় জয় পেলেও গোলের দেখা পেতে কেইনকে অপেক্ষা করতে হয়েছে একদম শেষ মুহূর্ত পর্যন্ত। প্রথমার্ধে জোসিফ স্তানিসিচ ও মাইকেল অলিসে দলকে এগিয়ে নেন। ম্যাচের ৮৬ মিনিটে লুইস দিয়াজ স্কোরলাইন ৩-০ করেন। অবশেষে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে (৯০+২ মিনিট) দলের চতুর্থ গোলটি করে উৎসবের পূর্ণতা দেন বায়ার্নের এই ইংলিশ ফরোয়ার্ড।
এই গোলের মাধ্যমেই নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যান ৩২ বছর বয়সী কেইন। বুন্দেসলিগায় এটি ছিল তার ৮১তম গোল। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৯টি গোল। অর্থাৎ লিগে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ১০০ গোলে অবদান রাখলেন তিনি। এই কীর্তি গড়তে কেইনের সময় লেগেছে মাত্র ৭৮ ম্যাচ।
জার্মান লিগের ইতিহাসে এত কম ম্যাচ খেলে গোলের অবদানে সেঞ্চুরি নেই আর কোনো ফুটবলারের। আগের রেকর্ডটি ছিল বায়ার্ন ও নেদারল্যান্ডসের কিংবদন্তি আরিয়েন রোবেনের। ১০০ গোলে অবদান রাখতে রোবেন খেলেছিলেন ১১৯ ম্যাচ। এবার রোবেনের চেয়ে ৪১ ম্যাচ কম খেলেই রেকর্ডটি নিজের করে নিলেন ইংল্যান্ড অধিনায়ক।
চলতি মৌসুমেও অবিশ্বাস্য ফর্মে আছেন কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে প্রতিপক্ষের জালে ৩০ বার বল জড়িয়েছেন তিনি। এর মধ্যে লিগেই করেছেন ১৯ গোল।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত কেইন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘সবার ওপরে থেকে বছর শেষ করলাম। নতুন বছর শুরুর আগে এর চেয়ে ভালো পারফরম্যান্স আর হতে পারে না। এখন শীতকালীন ছুটিতে সতেজ হওয়ার পালা, ২০২৬ সালে আবারও মাঠে নামার অপেক্ষায় আছি।’

স্পোর্টস ডেস্ক