বায়ার্নকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগেও শীর্ষে আর্সেনাল
ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে ছিল আগে থেকেই। বাকি ছিল চ্যাম্পিয়ন্স লিগ। সেখানেও এবার নিজেদের জানানটা দিল আর্সেনাল। মিকেল আর্তেতার অধীনে উড়তে থাকা গানাররা এবার উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখকে। জায়গা করে নিল চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে।
বুধবার (২৬ নভেম্বর) দিনগত রাতে এমিরেটস স্টেডিয়ামে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে নিয়েছে আর্সেনাল।
চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ ম্যাচ খেলে অপরাজিত আর্সেনাল ১৫ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে জায়গা করে নিল। অন্যদিকে, পাঁচ ম্যাচ খেলে চার জয় আর এক হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে বায়ার্ন।
আরও পড়ুন : এবার ঘরের মাঠে পিএসভির কাছে বিধ্বস্ত হলো লিভারপুর
ম্যাচের শুরু থেকেই আক্রমণে ধার দেখায় আর্সেনাল। ২২তম মিনিটে বুকায়ো সাকার কর্নার থেকে ইউরিয়েন টিম্বারের হেডে এগিয়ে যায় স্বাগতিকরা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে কর্নার থেকে এটি ছিল আর্সেনালের দশম গোল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সর্বোচ্চ সেটপিস থেকে গোল।
অবশ্য আর্সেনালের উচ্ছ্বাস বেশি সময় টিকতে দেয়নি বায়ার্ন। ম্যাচের ৩২তম মিনিটে সমতা টানেন লেনার্ট কার্ল। মাঝমাঠ থেকে জসুয়া কিমিখের উঁচু করে বাড়ানো বল বক্সে নিয়ন্ত্রণে নিয়ে পেনাল্টি স্পটের কাছে পাঠান সের্গে জিনাব্রি, এরপর বাঁ পায়ের শটে বল জালে পাঠান ১৭ বছর বয়সী কার্ল।
১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। তবে বিরতি থেকে ফিরে একক আধিপত্য দেখাতে থাকে আর্সেনাল। দ্বিতীয়ার্ধের শুরুতেই বায়ার্নকে রক্ষা করেন ম্যানুয়েল নয়ার। সাকার জোড়ালো শট পাঠিয়ে দেন ক্রসবারের ওপর দিয়ে।
আরও পড়ুন : আরও পড়ুন : এমবাপ্পের জাদুতে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ
এরপর ৬৯ মিনিটে আর আর্সেনালকে আটকে রাখতে পারেননি নয়ার। ব্যবধান বাড়ান মাদুয়েকে। বাঁ দিক থেকে রিকার্দো কালাফিওরির পাস নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্তভাবে গোল করেন তিনি।
ম্যাচের ৭৭ মিনিটে মারাত্মক ভুল করে বসেন নয়ার। আর্সেনালের বক্সের কাছে বল থাকায় স্বভাবসুলভ প্রায় মাঝমাঠে উঠে গিয়েছিলেন জার্মান গোলরক্ষক। এবেরেচি এজের ক্রস নিয়ন্ত্রণে নিয়ে বায়ার্নের ম্যাচে ফেরার আশা শেষ করে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম হারের তেতো স্বাদ পেল বায়ার্ন মিউনিখ।

স্পোর্টস ডেস্ক