রাতে রিয়াল-ম্যানসিটি মহারণ
আসন্ন বিশ্বকাপে অভিন্ন গ্রুপে পড়েছে ফ্রান্স ও নরওয়ে। লড়াইটা হবে কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডের মধ্যে। বিশ্বকাপের মঞ্চে সেই লড়াই দেখতে এখনই ক্ষণগণনা শুরু করেছে ফুটবলভক্তরা। তবে, এমবাপ্পে-হালান্ডের লড়াই দেখতে অপেক্ষা করতে হবে না।
চ্যাম্পিয়ন্স লিগে আজ বুধবার (১০ ডিসেম্বর) দিনগত রাতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ডে ছয়ের ম্যাচটি মাঠে গড়াবে সান্তিয়াগো বার্নাব্যুতে। টুর্নামেন্টে রিয়াল মাদ্রিদ আছে ৬ নম্বরে, ম্যানসিটির অবস্থান ১২তম।
চলতি আসরে পাঁচ ম্যাচের চারটিতে জিতেছে রিয়াল। হেরেছে একটিতে, পয়েন্ট ১২। ম্যানসিটির জয় তিনটি, একটি করে ড্র ও হারে পয়েন্ট ১০। দুদলের সামনেই সুযোগ পয়েন্ট টেবিলে ওপরে ওঠার।
সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে দুদলের এটি ১৮তম দ্বৈরথ। আগের ১৭ দেখায় রিয়াল জিতেছে ৭টি, ম্যানসিটি ৫টি। বাকি ৫ ম্যাচ ড্র। সাম্প্রতিক দিনগুলোতে দুদলের লড়াই পেয়েছে ভিন্ন মাত্রা। চ্যাম্পিয়ন্স লিগে এটি তাদের ১৫তম লড়াই। আগের ১৪ ম্যাচে রিয়াল জিতেছে চারটি, ম্যানসিটি পাঁচটি, ড্র হয়েছে বাকি পাঁচ ম্যাচ।
গত এক যুগে (২০১২-১৩) পারস্পরিক দ্বৈরথে এই দুদলের চেয়ে বেশি আর কারও দেখা হয়নি চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে।
আজকের ম্যাচটি রিয়াল কোচ শাবি আলোনসোর জন্যেও বিশেষ। এবারই প্রথম ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার মুখোমুখি আলোনসো। একসময় বায়ার্ন মিউনিখে গার্দিওলার অধীনেই খেলতেন তিনি। বলা চলে, মাঠের বাইরে দেখা যাবে গুরু-শিষ্যের লড়াই।

স্পোর্টস ডেস্ক