গোল নয়, শিরোপা চান কেইন
গোলের পর গোল করে নানা সময়ে রেকর্ড ভেঙেছেন হ্যারি কেইন। ইংল্যান্ডের তারকা এই ফরোয়ার্ড টটেনহামে থাকতে সবকিছুই করেছেন, তবু জেতা হয়নি শিরোপা। সর্বশেষ মৌসুমে বায়ার্ন মিউনিখের জার্সিতে ঘুচিয়েছেন শিরোপার আক্ষেপ। চলতি মৌসুমেও গোলের ধারাবাহিকতা ধরে রেখেছেন কেইন। তিনি অবশ্য গোলের পর গোল করার চেয়ে দলীয় শিরোপা জয়কেই এগিয়ে রাখছেন।
আজ রোববার (১৬ নভেম্বর) রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে কেইন বলেন, ‘আমি এই মৌসুমে ১০০ গোল করতে পারি, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ বা বিশ্বকাপ না জিতলে সম্ভবত আমি ব্যালন ডি’অর জিততে পারব না।’
৩২ বছর বয়সী কেইনের ক্যারিয়ারে চলছে সুসময়। বায়ার্ন মিউনিখের হয়ে চলতি মৌসুমে ১৭টি ম্যাচে ২৩ গোল করেছেন। এছাড়া ইংল্যান্ডের হয়ে চার ম্যাচে তিনি তিন গোল করেছেন, যার মধ্যে গত অক্টোবরে লাটভিয়াকে ৫-০ গোলে হারানোর ম্যাচে জোড়া গোল করেন।
ফুটবলের সেরা ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরে কেইনের অন্যতম প্রতিদ্বন্দ্বী আর্লিং হালান্ড। হালান্ড প্রসঙ্গে কেইন সাংবাদিকদের বলেন, ‘এটা হালান্ডের ক্ষেত্রেও একই, অন্য যেকোনো খেলোয়াড়ের ক্ষেত্রেও একই। আপনাকে বড় ট্রফিগুলো জিততে হবে।’
আলবেনিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচের আগে কেইন বলেন, ‘আমরা বায়ার্ন মিউনিখে খুব ভালো অবস্থানে আছি, তাই এটি হয়তো আমার সুযোগ কিছুটা বাড়িয়ে দেবে। ইংল্যান্ডের ক্ষেত্রেও একই কথা। আশা করি ক্লাব ও দেশের জন্য সবকিছু যদি আমার পক্ষে যায়, তাহলে ব্যালন ডি’অরের মতো ট্রফির আলোচনায় আমি নিশ্চিতভাবেই থাকব।’

স্পোর্টস ডেস্ক