নতুন ভেন্যুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশ টেস্ট সিরিজ খেলেছিল ২০০৩ সালে। এরপর সময় কেটেছে, বাংলাদেশে দুনিয়া চষে বেড়িয়েছে। কিন্তু, অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলা হয়নি। এবার তৈরি হয়েছে সম্ভাবনা। দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটতে পারে ২০২৬ সালে।
২০২৬ সালে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ হবে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সিরিজটি আরও একটি কারণে অসিদের কাছে বিশেষ। আগামী বছর অস্ট্রেলিয়া সফরে নতুন ভেন্যুতে টেস্ট খেলতে পারে দুদল।
সম্প্রতি নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ২০২৬ সালে বাংলাদেশ সিরিজে নতুন টেস্ট ভেন্যু উন্মোচন করা হবে। ম্যাকাই শহরের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অস্ট্রেলিয়ার ১২তম ক্রিকেট ভেন্যু হবে।
কুইন্সল্যান্ডের প্রিমিয়ার (রাজ্য প্রধান) ডেভিড ক্রিসাফুলি জানিয়েছেন, অ্যাশেজের পর অস্ট্রেলিয়ার প্রথম সিরিজে উত্তরাঞ্চলীয় শহর একটি টেস্ট আয়োজন করবে। অর্ধ শতাব্দীর মধ্যে প্রথমবারের মতো ব্রিসবেনে কোন টেস্ট হবে না। বাংলাদেশের বিপক্ষে ম্যাকাইতে টেস্ট হবে।
২০২৬ সালের আগস্টে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত দুই টেস্ট সিরিজের ভেন্যুর এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে, নতুন শহরে হওয়াটাই মোটামুটি নিশ্চিত।
২০০৩ সালে প্রথম ও শেষবারের মত অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছিল বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় টাইগাররা। ডারউইনে প্রথম টেস্ট ইনিংস ও ১৩২ রানে এবং কেয়ার্নসে দ্বিতীয় টেস্ট ইনিংস ও ৯৮ রানে হেরেছিল বাংলাদেশ।
২০২৬-২৭ মৌসুমে ঘরের মাঠে টেস্ট সংখ্যা খুবই কম অস্ট্রেলিয়ার। অ্যাশেজের পরের সিরিজই বাংলাদেশের বিপক্ষে। গ্রীষ্মে চারটি টেস্ট আছে নিউজিল্যান্ডের বিপক্ষে। ঐ সিরিজের ভেন্যু যথাক্রমে— পার্থ, অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনি।

স্পোর্টস ডেস্ক