রংপুরকে হারিয়ে বিপিএলের প্রস্তুতি সারল রাজশাহী
আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের দ্বাদশ আসরের। মূল টর্নামেন্টে মাঠে নামার আগে প্রস্তুতি শুরু করেছে দলগুলো। সেই প্রস্তুতির অংশ হিসেবে গা-গরমের ম্যাচে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স আর রাজশাহী ওয়ারিয়র্স। দেশি ক্রিকেটারদের নিয়ে সাজানো এই ম্যাচে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে রাজশাহী।
আজ সোমবার (২২ ডিসেম্বর) বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে রংপুর। জবাব দিতে নেমে ১৮.১ ওভারে ৫ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী ওয়ারিয়র্স।
রান তাড়ায় নেমে আক্রমণাত্মক শুরু করে রাজশাহী ওয়ারিয়র্স। দুইপ্রান্ত থেকে হাত খুলে খেলেন ওপেনার তানজিদ হাসান তামিম আর জিসান আলম। যদিও জিসান বেশি সময় উইকেটে থাকতে পারেননি। ৯ বলে ১৩ রান করে ফেরেন তিনি।
অন্যপ্রান্তে আক্রমণাত্মক তামিম তখনও তেরে-ফুঁরে খেলতে থাকেন। তাকে সঙ্গ দিতে এসে অবশ্য কিছুটা দেখেশুনে শুরু করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২২ বলে ৩১ রান করে আবদুল হালিমের বলে তাওহিদ হৃদয়কে ক্যাচ দিয়ে ফেরেন তামিম।
এরপর দ্রুতই ফিরে গেছেন ইয়াসির আলী (৭ বলে ৮ রান) আর মেহরব হোসেন অহিন (১০ বলে ১২ রান)। এরপর এসে শান্তর সঙ্গে জুটি গড়ে দলকে জয়ের পথ দেখান আকবর আলী। ৩২ বলে ৩৪ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান শান্ত।
সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে শাকির এইচ শুভ্র রানের খাতা খোলার আগেই ফিরে গেলেও আবদুল গাফ্ফার সাকলাইনকে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন আকবর। তিনি অপরাজিত থাকেন ২১ বলে ২৫ রানে আর সাকলাইন ৭ বলে ৮ রানে।
রংপুরের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট পেয়েছেন আবদুল হালিম। একটি করে উইকেট গেছে নাহিদ রানা, মেহেদী হাসান সোহাগের ঝুলিতে।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। ১ রান করেই বিদায় নেন ওপেনার আনিসুল ইসলাম ইমন। সেই ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে বড় জুটিই গড়েছিলেন ইফতেখার হোসেন ইফতি ও তাওহিদ হৃদয়। ১৯ বলে ২৬ রান করে হৃদয় ফিরলে ভাঙে সেই জুটি।
এরপর উইকেটে এসে কিছুটা মন্থর ব্যাটিং করেন ফজলে মাহমুদ রাব্বি। ১৬ বলে ১২ রান করে বিদায় নেন তিনি। অধিনায়ক সোহানের ব্যাট থেকে আসে ১৩ বলে ১০ রান। এতে রংপুরের রানের গতিতে কিছুটা ভাটা পড়ে।
একপ্রান্ত আগলে রেখে হাফসেঞ্চুরি তুলে নিয়ে ফেরেন ইফতি। ৪৫ বলে ৫৮ রান করেন তিনি। ম্যাচের একমাত্র ফিফটি এসেছে তার ব্যাট থেকেই। শেষ দিকে মৃত্যুঞ্জয় চৌধুরীর ১৮ বলে ২১ রানের ইনিংসে ১৩৬ রানের পুঁজি পায় রংপুর।
রাজশাহীর হয়ে যৌথভাবে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন পেসার রিপন মন্ডল আর আবদুল গাফ্ফার সাকলাইন। এক উইকেট শিকার করেন স্পিনার ওয়াসি সিদ্দিকী।

স্পোর্টস ডেস্ক