স্বল্প পরিসরে হতে পারে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান
বিপিএলের আসন্ন আসর মাঠে গড়াবে সিলেট পর্ব দিয়ে। এর আগে ঢাকায় জমকালো আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান করার জানিয়েছিল বিসিবি। কিন্তু সেটি আর হচ্ছে না। তবে, একেবারেই নিরাশ হবে না ভক্তরা। সিলেটে স্বল্প পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা জানিয়েছে বিভিন্ন সূত্র।
আগামী ২৬ ডিসেম্বর সিলেটে টুর্নামেন্টের প্রথম দিনে এই আয়োজন হবে। ম্যাচ শুরুর আগে কিংবা দুই ম্যাচের মাঝের সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেখানে কয়েকটি জনপ্রিয় ব্যান্ড পারফর্ম করতে পারে বলে জানা গেছে।
যে কারণে পরিবর্তন আনা হয়েছে উদ্বোধনী দিনের ম্যাচ সূচিতে। আগের সূচি অনুযায়ী দুপুর ২টায় সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। এখন তা পিছিয়ে বেলা তিনটায় নেওয়া হয়েছেন। এ ছাড়া দুই ইনিংসের মাঝখানে ২০ মিনিটের বিরতি রাখা হয়েছে । দিনের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে, নোয়াখালী এক্সপ্রেস মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালসের।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘গণজমায়েত সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ সরকারের বর্তমান নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে ও সবার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে, বড় জনসমাগম হয় এমন কোনো অনুষ্ঠান বা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে না।’
সিলেট পর্ব শেষে বিপিএলের উত্তেজনা ছড়িয়ে পড়বে চট্টগ্রাম ও ঢাকায়। তিনটি ভেন্যু মিলিয়ে মোট ৩৪টি ম্যাচের এই আসরের পর্দা নামবে ২৩ জানুয়ারি গ্র্যান্ড ফাইনালের মধ্য দিয়ে। এর আগে ১৯ জানুয়ারি এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার এবং ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ।

স্পোর্টস ডেস্ক