চমক দিয়ে অধিনায়কের নাম ঘোষণা করল ঢাকা ক্যাপিটালস
ঢাকা ক্যাপিটালসের স্কোয়াডে আছে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের দুই সহ-অধিনায়ক সাইফ হাসান আর তাসকিন আহমেদ। অন্যদিকে, শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেওয়া অলরাউন্ডার দাসুন শানাকাকওে চড়া দামে দলে ভিড়িয়েছে ঢাকা। দলটির অধিনায়কের আলোচনায়ও ছিল এই তিনজনের নাম।
সেই আলোচনায় জল ঢেলে চমক দিয়ে আজ অধিনায়কের নাম ঘোষণা করল ঢাকা। আজ রোববার (২১ ডিসেম্বর) প্রথম অনুশীলন ছিল ঢাকা ক্যাপিটালসের। পূর্বাচলে আনুষ্ঠানিকভাবে বিপিএল প্রস্তুতি শুরু শাকিব খানের দল। সেখানেই অনুশীলনের ফাঁকে অধিনায়কের নাম ঘোষণা করা হয়।
আনুষ্ঠানিকভাবে মোহাম্মদ মিঠুনকে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। আগেও অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে মিঠুনের। এর আগে এনসিএল, বিপিএলেও অধিনায়কত্ব করেছেন তিনি। বেশ সফলও মিঠুন। গত বিপিএলে চট্টগ্রামকে তুলেছিলেন ফাইনালে। এবার ঢাকাকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নেওয়ার পালা।
মিঠুনের এবার দলকে ফাইনাল তোলার কাজটা কঠিন হওয়ার কথা নয়। কারণ তারকা নির্ভর দারুণ একটি দল গড়েছে ঢাকা। দলটিতে বিদেশি ক্রিকেটার হিসেবে দাসুন শানাকা, অ্যালেক্স হেলস, ইমাদ ওয়াসিমদের মতো তারকারা রয়েছেন। এর সঙ্গে উসমান খান, জুবাইরউল্লাহ আকবরী, ওডিন স্মিথরা রয়েছেন।
দেশিদের মধ্যে সাইফ হাসান, তাসনকিন আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুররা ক্যাপিটালসের হয়ে খেলবেন।
আগামী ২৭ ডিসেম্বর বাংলাদেশ সময় বেলা ১টায় রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ঢাকা ক্যাপিটালস।
ঢাকা ক্যাপিটালসের স্কোয়াড : মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), তাসকিন আহমেদ, সাইফ হাসান, উসমান খান, অ্যালেক্স হেলস, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, নাসির হোসেন, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর, আব্দুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জায়েদ উল্লাহ, মইনুল ইসলাম, দাসুন শানাকা, জুবাইরউল্লাহ আকবরী, ইমাদ ওয়াসিম, ওডিন স্মিথ, জিয়া শরিফি।

স্পোর্টস ডেস্ক