নির্ধারিত সময়ে বিপিএল হবে কিনা, যা বলছে বিসিবি
দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এমন থমথমে পরিস্থিতির মধ্যেই দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর।
এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা থাকলেও বর্তমান প্রেক্ষাপটে খেলা ঠিক সময়ে মাঠে গড়াবে কি-না, তা নিয়ে জনমনে তৈরি হয়েছিল ধোঁয়াশা। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকেই শুরু হচ্ছে এবারের বিপিএল। বিসিবির সহ-সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পরিস্থিতির কথা বিবেচনা করে এবার জাঁকজমকপূর্ণ কোনো উদ্বোধনী অনুষ্ঠান রাখা হয়নি।
জনপ্রিয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাখাওয়াত হোসেন বলেন, বিপিএল নিয়ে এই মুহূর্তে কোনো সন্দেহ নেই। ২৬ তারিখ (ডিসেম্বর) থেকে আসর শুরু হবে ইনশাআল্লাহ। যদিও এবার উদ্বোধনী অনুষ্ঠান হবে না। আমরা এজেন্সির সঙ্গে আলোচনা চালু রেখেছি, তারা জানিয়েছে কোনো সমস্যা নেই। মাঠসহ টুর্নামেন্ট আয়োজনে সবকিছু প্রস্তুত আছে।
ফ্র্যাঞ্চাইজিগুলোর পক্ষ থেকেও একই রকম আত্মবিশ্বাসের কথা জানানো হয়েছে। ঢাকা ক্যাপিটাল ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী আতিক ফাহাদ জানান, টুর্নামেন্ট স্থগিত হওয়ার কোনো আশঙ্কা তারা দেখছেন না। আগামীকাল রোববার থেকেই অনুশীলন শুরু হচ্ছে ঢাকার ক্যাপিটালসের। বিদেশি খেলোয়াড়দের টিকিট নিশ্চিত করা থেকে শুরু করে মাঠের সরঞ্জাম—সবকিছুই প্রস্তুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বিসিবির সূচি অনুযায়ী, আগামী ২৬ ডিসেম্বর উদ্বোধনী দিনে সিলেটে দুটি হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় স্বাগতিক সিলেট টাইটান্স লড়বে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে। এরপর সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস।
সিলেট পর্ব শেষে বিপিএলের উত্তেজনা ছড়িয়ে পড়বে চট্টগ্রাম ও ঢাকায়। তিনটি ভেন্যু মিলিয়ে মোট ৩৪টি ম্যাচের এই আসরের পর্দা নামবে ২৩ জানুয়ারি গ্র্যান্ড ফাইনালের মধ্য দিয়ে। এর আগে ১৯ জানুয়ারি এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার এবং ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ।

স্পোর্টস ডেস্ক