অ্যাডিলেড টেস্ট
হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া
দিনের শুরুর চাপ সামলে ইংল্যান্ডকে গুড়িয়ে দিলো দ্রুতই। এরপর ব্যাটিংয়ে শুরু ধাক্কা খেলেও সেটি সামলে অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াল ট্রাভিস হেড আর অ্যালেক্স ক্যারির ব্যাটে। দুজনের অনবদ্য জুটিতে বড় লিডের পথে ছুটছে অসিরা।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) অ্যাডিলেড টেস্টে ৮৫ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২৭১ রান তুলে তৃতীয় দিন শেষে করেছে অস্ট্রেলিয়া। সবমিলিয়ে অসিদের লিড দাঁড়িয়েছে ৩৫৬ রানের। ১৯৬ বলে ১৪২ রানে অপরাজিত আছেন হেড আর ৯১ বলে ৫২ রানে অপরাজিত ক্যারি।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। দলীয় ৮ রানের সময় ১ রান করে ফেরেন জ্যাক ওয়েদেরল্ড। এরপর তিনে নেমে ১৩ রান করেই ফেরেন মার্নাস লাবুশেনও।
এরপর দলের হাল ধরেন ট্রাভিস হেড আর উসমান খাজা। তৃতীয় উইকেটে দুজন মিলে গড়েন ৮৬ রানের ছুটি। হাফসেঞ্চুরির কাছে গিয়ে ৪০ রান করে ফেরেন খাজা। পাঁচে নেমে দ্রুতই বিদায় নেন ক্যামেরুন গ্রিনও (৭ বলে ৭)।
এরপর দিনের বাকি সময় রাজত্ব করেন হেড আর ক্যারি। ইংলিশ বোলারদের হতাশা বাড়িয়ে নির্বিঘ্নে পার করে দেন দিন। দুজনের এই পঞ্চম উইকেট জুটি থেকে এসেছে ১২২ রান। এরই মাঝে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেছে হেড। ক্যারিয়ারের ষষ্ঠ দেড়শ ছোঁয়ার অপেক্ষায় তিনি। অন্যদিকে, হাফসেঞ্চুরি তুলে নিয়েছে ক্যারিও।
এর আগে ৮ উইকেটে ২১৩ রান নিয়ে খেলতে নামা ইংল্যান্ড দিনের শুরুটা ভালোই করেছিল। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার বেন স্টোকস আর জোফরা আর্চার মিলে এদিন তুলেন ৬১ রান।
হাফসেঞ্চুরি তুলে নেন স্টোকস। এরপর সেঞ্চুরির দিকে ছুটছিলেন তিনি। তাকে ফিরিয়েই ইংল্যান্ডের প্রতিরোধ করা এই জুটি ভাঙেন মিচেল স্টার্ক। শেষ পর্যন্ত ১৯৮ বলে ৮৩ রানের ইনিংস খেলে বিদায় নেন স্টোকস।
এরপর জস টংকে সঙ্গে নিয়ে হাফসেঞ্চুরি তুলে নেন আর্চার। ৫১ রান করা আর্চারকে ফিরিয়ে ইংল্যান্ডের শেষ প্রতিরোধ ভাঙেন স্কট বোল্যান্ড।
তৃতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৯১.২ ওভারে ৩৭১/১০
ইংল্যান্ড ১ম ইনিংস : ৮৭.২ ওভারে ২৮৬/১০
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস : ৬৬ ওভারে ২৭১/৪ (ওয়েদেরল্ড ১, লাবুশেন ১৩, খাজা ৪০, গ্রিন ৭, হেড ১৪২*, ক্যারি ৫২*; আর্চার ১০-২-১৫-০, কার্স ১৫-১-৪৮-১, টং ১৪-০-৫৯-২, জ্যাকস ১৪-০-৫৯-১, রুট ১৯-০-১০৭-১, রুট ৮-০-৩২-০)

স্পোর্টস ডেস্ক