ফাইনালে যেতে লড়াকু পুঁজি বাংলাদেশের
দুবাইয়ে সকাল থেকে বাধ সাধলো বেরসিক বৃষ্টি। এতে লম্বা সময় অপেক্ষা করতে হলো দুই দলের খেলোয়াড়দের। সেই অপেক্ষার প্রহর শেষে ব্যাটিংয়ে নেমে একরাশ হতাশা উপহার দিল বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় কোনোমতে ১০০ ছাড়ানো পুঁজি পেয়েছে বাংলাদেশ।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল বৃষ্টির কারণে নেমে আসে ২৭ ওভারে। প্রথমে ব্যাট করতে নেমে ২৬.৩ ওভারে অলআউট হওয়ার আগে ১২১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ ছিল না বাংলাদেশের। কিন্তু চতুর্থ ও পঞ্চম ওভারে পরপর দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। ১৩ বলে ৯ রানে ফেরেন জাওয়াদ আবরার আর ১৬ বলে ১৪ রান করেন রিফাত বেগ।
এরপর সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম আর কালাম সিদ্দিকী এলিন। আশা দেখিয়েও ফেরেন আজিজুল তামিম। ২৬ বলে ২০ রান করেন তিনি।
এরপর বাকিরা যোগ দেন যাওয়া-আসার মিছিলে। থিতু হওয়ার চেষ্টায় প্রায় চার ওভারে উইকেটে থেকে ২৩ বলে মোটে ৮ রান করে ফেরেন এলিন। একই গল্প উইকেটরক্ষক ব্যাটার ফরিদ হাসানেরও (২৩ বলে ৭ রান)।
বাকিদের এমন ব্যর্থতার ভীরে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান সাইমন বশির রাতুল। ৩ বল বাকি থাকতে ফেরার আগে ৩৭ বলে ৩৩ রান করেন তিনি। ৪ বলে ১ রানে অপরাজিত থাকেন ইকবাল হোসেন ইমন।

স্পোর্টস ডেস্ক