অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
ফাহাদের বোলিংয়ে আড়াইশর আগে ভারতকে থামাল বাংলাদেশ
শুরু থেকেই ভারতকে চেপে ধরল বাংলাদেশের বোলাররা। বিশেষ করে আল ফাহাদের পেস আগুনে পুড়েছে ভারতীয় ব্যাটাররা। পুরো ইনিংসেই ধরেছে আসা-যাওয়ার মিছিল। বৈভব সূর্যবংশী আর অভিজ্ঞান কুন্ডুর লড়াইয়ের পরও আড়াইশ ছুঁতে পারেনি তারা।
আজ শনিবার (১৭ জানুয়ারি) অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে জিম্বাবুয়ের বুলাওয়েতে প্রথমে ব্যাট করে ৪৮.৪ ওভারে অলআউট হওয়ার আগে ২৩৮ রান সংগ্রহ করেছে ভারত।
টস জিতে বোলিংয়ে শুরুতেই ভারতকে চেপে ধরে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে জোড়া আঘাত হানেন পেসার আল ফাহাদ। ওপেনার আয়ুশ মাত্রেকে (১২ বলে ৬) ফেরান কালাম সিদ্দিকী অ্যালিনের ক্যাচ বানিয়ে। পরের বলেই গোল্ডেন ডাক বানিয়ে ফেরান ভেদান্ত ত্রিবেদীকে।
এরপর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন আরেক ওপেনার বৈভব সূর্যবংশী আর চার নম্বরে নামা ভিহান মালহোত্রা। এই জুটিতে আসে ৪৩ রান। ধীরগতির ব্যাটিং করা ভিহানকে ফিরিয়ে সেই প্রতিরোধ ভাঙেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম।
এরপর অবশ্য বাংলাদেশকে হতাশ করে ছুটতে থাকেন বৈভব সূর্যবংশী আর পাঁচ নম্বরে নামা অভিজ্ঞান কুন্ডু। ৬২ রান আসে তাদের চতুর্থ উইকেট জুটিতে। দ্রুত গতিতে ছুটতে থাকা বৈভবকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন ইকবাল হোসেন ইমন। ফেরার আগে ৬৭ বলে ৭২ রান করেন বৈভব।
হারবংশ পাঙ্গালিয়াকেও (৭ বলে ২) দ্রুতই ফিরিয়ে দেন ইমন। এরপর কনিষ্ক চৌহানকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন অভিজ্ঞান। তবে সেটি স্থায়ী হতে দেননি আজিজুল তামিম। ২৬ বলে ২৮ রান করা কনিষ্ককে ফেরান তিনি।
একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান অভিজ্ঞান হাফসেঞ্চুরি পেরিয়ে তিনিও ছুটছিলেন সেঞ্চুরির পথে। তাকে ভারতের শেষ আশার বাতি নিভিয়ে দেন আল ফাহাদ। ১১২ বলে ৮০ রান করে ফেরেন তিনি।
পরে শেষ ব্যাটার হিসেবে উইকেটে আসা দিপেশ দেভেন্দ্রনকে (৬ বলে ১১ রান) ফিরিয়ে প্রথম ম্যাচেই ফাইফার তুলে নেন আল ফাহাদ। গুটিয়ে দেন ভারতকে।
সংক্ষিপ্ত স্কোর
ভারত অনূর্ধ্ব-১৯ দল : ৪৮.৪ ওভারে ২৩৮/১০ (আয়ুশ ৬, বৈভব ৭২, ত্রিবেদী ০, ভিহান ৭, অভিজ্ঞান ৮০, পাঙ্গালিয়া ২, কনিষ্ক ২৮, আমব্রিশ ৫, খিলান ৮, দেভেন্দ্রন ১১, হেনিল ৭*; আল ফাহাদ ৯.২-১-৩৮-৫, ইমন ৮-১-৪৫-২, জীবন ১০-১-৪৬-১, আজিজুল তামিম ১০-১-৪২-২, রিজান ৮-০-৪৩-০, সাদ ২.২-০-১৮-০, রাতুল ১-০-৬-০)

স্পোর্টস ডেস্ক