ব্যক্তিগত সাফল্য নয়, বাংলাদেশকে জেতানোর জন্য খেলি : তামিম
সংযুক্ত আরব আমিরাতে চলছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে টুর্নামেন্টের শুরু করেছে বাংলাদেশ। আফগানিস্তানের দেওয়া ২৮৩ রানের লক্ষ্য ৩ উেইকেট হাতে রেখেই পেরিয়ে যায় বাংলাদেশ।
ম্যাচে সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে ফেরেন ওপেনার জাওয়াদ আবরার। ৯৬ রানে আউট হন তিনি। অধিনায়ক আজিজুল হাকিম তামিমও পুড়েছেন হাফসেঞ্চুরি মিসের আক্ষেপে। তিনি ফেরেন ৪৭ রানে। ম্যাচ শেষে তামিম জানান, ব্যক্তিগত মাইলফলক নয়, বাংলাদেশকে জেতানোর জন্য খেলেন তারা।
যুব টাইগারদের অধিনায়ক তামিম বলেন, ‘আমরা খেলি শুধুই বাংলাদেশ দলকে জেতানোর জন্য। হয়তো এখানে ১০০ মিস গেছে বা ৫০ মিস হয়েছে। ওটা কিন্তু চিন্তার ব্যাপার না, আমাদের ভাবনা ম্যাচ জেতানোর দিকে। ব্যক্তিগত রানের দিকে না তাকিয়ে কেবল দল কিভাবে জেতে সেটাই চিন্তা করি সবসময়।’
আফগানিস্তানের বিপক্ষে এই জয় পরের ম্যাচগুলোতে সহায়তা করবে বলে মনে করেন তামিম। তিনি বলেন, ‘প্রথমত, আমরা আজকে একটা ভালো শুরু করেছি যেটা কিনা আমাদের অনেক সহায়তা করছে। ২৮৪ একটা বড় চেজ। আমরা আমি বিশ্বাস করি যে ব্যাটিংয়ে আমরা অনেক শক্তিশালী, এটা বুঝা যাচ্ছে।’
বড় রান তাড়া করতে নেমে বাংলাদেশের এই জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দুই ওপেনার জাওয়াদ আবরার আর রিফাত বেগ। ১৫১ রানের উদ্বোধনী জুটিতে জয়ের ভিত গড়ে দেন তারা। ম্যাচ শেষে তাদের প্রশংসা করতেও ভুলেন নাই অধিনায়ক তামিম। তবে বোলিংয়ে আরও ভালো করার প্রত্যয় যুব টাইগার অধিনায়কের কণ্ঠে।
তামিম বলেন, ‘জাওয়াদ আর রিফাত যেভাবে খেলছে আজকে, খুবই ভালো। বোলিংয়ে আরেকটু (ভালো করতে হবে)। আমার নিজের দিক থেকেও বা যারা ছিল বোলাররা একটু উন্নতি করতে হবে। কারণ সামনের ম্যাচগুলো বড় দলের সাথে জিততে গেলে তাদেরকে একটুও ছাড় দেয়া যাবে না। তাই এইসব দিকে আমরা খেয়াল রাখতে পারি ইনশাআল্লাহ... আলহামদুলিল্লাহ আমরা ভালো করছি।’

স্পোর্টস ডেস্ক