বাংলাদেশ বিশ্বকাপে না খেললে অংশ নেবে স্কটল্যান্ড
বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে চলছে অনিশ্চয়তা। আইসিসির সঙ্গে সঙ্গে দুই দফা ই-মেইল আদানপ্রদান এবং দুই দফা বৈঠকের পরও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। আগামী ২১ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
তবে শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপে না খেললে কোন দল খেলবে, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। আজ সোমবার (১৯ জানুয়ারি) এএফপির একটি প্রতিবেদনে জানা গেছে, বাংলাদেশ না খেললে বিশ্বকাপে অংশ নেবে স্কটল্যান্ড।
আইসিসির সূত্রের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাংলাদেশ যদি শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ না নেয়, তবে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে নেওয়া হতে পারে—যারা কোয়ালিফাই করতে না পারা দলগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে।’
এদিকে বিশ্বকাপ নিয়ে তৈরি হওয়া এই ধুম্রজালের সমাধান করতে বাংলাদেশে এসেছিলেন আইসিসির প্রতিনিধি দল। দুই পক্ষের সেই বৈঠকে বাংলাদেশের গ্রুপ পরিবর্তন নিয়েও আলোচনা হয়েছিল। যেখানে বাংলাদেশকে ‘বি’ গ্রুপে দিয়ে, এই গ্রুপ থেকে আয়ারল্যান্ডকে ‘সি’ গ্রুপে দেওয়ার আলোচনা হয়েছিল।
তবে ক্রিকেটভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই) এমন দাবিকে নাকচ করে দিয়েছে। তারা ভারতে খেলতে যেতে চায় না। ফলে বাংলাদেশের সঙ্গে আয়ারল্যান্ডের গ্রুপ অদলবদল করার যে প্রস্তাব বিসিবি দিয়েছিল, তা কার্যত বাতিল হয়ে গেছে।
জানা গেছে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আয়ারল্যান্ড ক্রিকেটের কর্মকর্তাদের সঙ্গে যোগযোগ করছেন তাদের রাজি করাতে। ইতোমধ্যে কয়েকজনের সঙ্গে কথাও বলেছেন বুলবুল। তবে আয়ারল্যান্ড ক্রিকেটের সেই কর্মকর্তারা কি জানিয়েছেন সেটি এখনো জানা যায়নি।
এর আগে গত ভারতের উগ্র হিন্দুত্বাবদীদের দাবির কারণে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এই সিদ্ধান্তকে ভালোভাবে নেয়নি বিসিবি। জরুরি বোর্ড মিটিং সিদ্ধান্ত নেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর। সরকারও বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানায়।
বিষয়টি জানিয়ে আইসিসিকে দুইবার আনুষ্ঠানিকভাবে ই-মেইল করেছে বিসিবি। বিসিবি সর্বপ্রথম ইমেইল করেছিল গত ৪ জানুয়ারি। পরবর্তীতে সেই ইমেইলের উত্তর দিয়ে বিসিবির কাছে থেকে বাংলাদেশের শঙ্কার বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছিল আইসিসি।
গত ৮ জানুয়ারি আবারও বিসিবি ভারতে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বিশদভাবে কারণ ব্যাখ্যা করে ইমেইল করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি)।
পরে আইসিসির সঙ্গে ভিডিও কনফারেন্সে মিটিং করেছে বিসিবি। সেখানে বাংলাদেশকে নিজেদের সিদ্ধান্ত পুনঃবিবেচনা করার জন্য জানায় আইসিসি। তবে নিজেদের সিদ্ধান্ত অপরিবর্তিত রাখার কথা জানিয়ে দিয়েছে বিসিবি।

স্পোর্টস ডেস্ক