অ্যাডিলেড টেস্ট
খাওয়াজা-ক্যারির ব্যাটে প্রথম দিন শেষে বড় সংগ্রহ অস্ট্রেলিয়ার
আগের দিনই একাদশ ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু ম্যাচের সময় দেখা গেলো নাটকীয়তা। একাদশের বাইরে থাকা উসমান খাওয়াজা আছেন একাদশে, নেই স্টিভেন স্মিথের নাম। সেই সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছেন খাওয়াজা। দলের বিপদে কান্ডারি হয়ে দেখা দিয়েছেন তিনি। পরে দারুণ এক সেঞ্চুরি তুলে নেন অ্যালেক্স ক্যারি। এতে তিনশ ছাড়ানো পুঁজি পেয়েছে অস্ট্রেলিয়া।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে অ্যাডিলেইডে প্রথম দিন শেষে ৮ উইকেট হারিয়ে ৩২৬ রান সংগ্রহ করেছে অসিরা। ৬৩ বলে ৩৩ রানে অপরাজিত আছেন মিচেল স্টার্ক। ১৮ বলে ০ রানে তার সঙ্গী নাথান লায়ন।
উসমান খাওয়াজাকে বাদ দিয়ে গতকাল একাদশ ঘোষণা করেছিলেন অস্ট্রেলিয়া। আজ টেস্ট শুরুর আগে ‘মাথা ঘোরা’ ও ‘বমি বমি ভাব’ নিয়ে শারীরিক ভারসাম্যহীনতার সমস্যায় ছিটকে পড়েন স্মিথ। সকালে নেটে ব্যাটিং করার পর নিজের অবস্থা বুঝে কোচের সঙ্গে কথা বলে তিনি চলে যান মাঠ ছেড়ে।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি অস্ট্রেলিয়ার দুই ওপেনার ট্রাভিস হেড আর জ্যাক ওয়েদেরল্ড। ১০ রান করে হেড বিদায় পরই ফিরে যান ওয়েদেরল্ডও। তিনি খেলেন ১৮ রানের ইনিংস।
তিন নম্বরে নামা মার্নাস লাবুশেনও একই ঘটনার পুনরাবৃত্তি করে ফিরেছেন। চার নম্বরে নামা খাওয়াজার সঙ্গে পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়ার পর ফেরেন ১৯ রানে। এরপর ক্যামেরুন গ্রিন ফিরেচেন রানের খাতা খোলার আগেই।
দলীয় রান ১০০ পার হওয়ার আগেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় অসিরা। সেখান থেকে দলের হাল ধরেন খাওয়াজা আর অ্যালেক্স ক্যারি। হঠাৎ পাওয়া সুযোগ কাজে লাগিয়ে সেঞ্চুরির পথেই ছুটছিলেন খাওয়াজা। তবে সেটি পূরণের আগেই ফিরেছেন তিনি। ফেরার আগে খেলেন ৮২ রানের ঝকঝকে ইনিংস।
খাওয়াজা ফিরলেও লড়াই চালিয়ে যান ক্যারি। জস ইংলিশ আর প্যাট কামিন্সের সঙ্গে দুই জুটির ফাঁকে তিন অঙ্কের ম্যাজিক ফিগারও স্পর্শ করেছেন ক্যারি। শেষ পর্যন্ত ১৪৩ বলে ১০৬ রানের ইনিংস খেলেছেন ক্যারি। ইংলিশ ফিরেছেন ৩২ আর কামিন্স ১৩ রানে। এরপর দিনের বাকি সময় কাটিয়ে দেন স্টার্ক আর লায়ন।
প্রথম দিন শেষে সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৮৩ ওভারে ৩২৬/৮ (হেড ১০, ওয়েদেরল্ড ১৮, লাবুশেন ১৯, খাওয়াজা ৮২, গ্রিন ০, কেয়ারি ১০৬, ইংলিস ৩২, কামিন্স ১৩, স্টার্ক ৩৩*, লায়ন ০*; আর্চার ১৬-৫-২৯-৩, কার্স ১৩-০-৭০-২, টং ১৫-১-৬৩-১, স্টোকস ১৯-৩-৫৩-০, জ্যাকস ২০-৩-১০৫-২)।

স্পোর্টস ডেস্ক