বক্সিং ডে টেস্টের আগে দুঃসংবাদ ইংলিশ শিবিরে
প্রথম তিন টেস্টে মাত্র ১১ দিনেই অ্যাশেজ সিরিজ হাতছাড়া হয়েছে ইংল্যান্ডের। কোনো ম্যাচেই সেভাবে লড়াই জমিয়ে তুলতে পারেনি ইংল্যান্ড। এখন লক্ষ্য সম্মান বাঁচানোর। সেই লক্ষ্যে আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) বক্সিং ডে টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। কিন্তু এর আগে দুঃসংবাদ পেতে হলো ইংল্যান্ডকে।
পুরো সিরিজ জুড়ে ইংলিশ ব্যাটারদের ব্যর্থতার মাঝে কিছুটা আলো হয়ে ছিলেন বোলাররা। সেখানে নেতৃত্ব দিচ্ছিলেন দীর্ঘদিন পর চোট থেকে ফেরা পেসার জোফরা আর্চার। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫৩ রানে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৫১ রানও করেছিলেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম তিনটি টেস্টেই খেলা এই পেসারকে পাচ্ছে না ইংল্যান্ড। চোটের কারণে বাকি দুই টেস্ট থেকেই ছিটকে গেছেন তিনি। ইংল্যান্ড দলের একজন মুখপাত্র স্কাই নিউজকে জানিয়েছেন, অ্যাশেজের বাকি অংশে আর্চার আর খেলতে পারবেন না।
আজ দুদিন আগেই বক্সিং ডে টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আর্চার ছাড়াও এই স্কোয়াডে জায়গা হয়নি অফফর্মে থাকা টপঅর্ডার ব্যাটার ওলি পোপের। চলমান সিরিজে অধারাবাহিক থাকায় তাকে বাদ দেওয়া হয়েছে চতুর্থ টেস্টের একাদশ থেকে।
এই দুজনের পরিবর্তে একাদশে জায়গা হয়েছে গাস অ্যাটকিনসন ও জ্যাকব বেথেলের। আর্চারের পরিবর্তে খেলবেন অ্যাটকিনসন আর পোপের পরিবর্তে খেলবেন বেথেল।
বক্সিং ডে টেস্টে ইংল্যান্ডের একাদশ
বেন স্টোকস (অধিনায়ক), জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, জ্যাকব বেথেল, জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ, উইল জ্যাকস, গাস আটকিনসন, ব্রাইডন কার্স, জস টং।

স্পোর্টস ডেস্ক